Maha kumbh fire: ফের বিপর্যয় মহাকুম্ভে! বিধ্বংসী আগুনে পুড়ে ছাই যমুনা পুরম সেক্টর...
Mahakumbh fire: একের পর এক বিপর্যয় মহাকুম্ভে। ফের অগ্নিকাণ্ড প্রয়াগরাজের মহাকুম্ভে।
1/6
photos
TRENDING NOW
3/6
4/6
5/6
6/6
কিছুদিন আগেই ৪ ফেব্রুয়ারি হট এয়ার বেলুন ফেটে জ্যান্ত পুড়ে মারা যায় ৬ পুণ্যার্থী। দুর্ভাগ্যের বিষয় হল মাটি থেকে কিছুটা উঠেই হিলিয়াম ভর্তি ওই হট এয়ার বেলুন ফেটে যায়। বেলুনের বাস্কেটে ছিলেন ৬ পুণ্যার্থী। তাঁরা টপাটপ মাটিতে পড়ে যান। তাদের অধিকাংশের দেহ মারাত্মকভাবে পুড়ে যায়। প্রশাসন সূত্রে খবর, আহতরা ইন্দোর, প্রয়াগরাজ, হরিদ্বার ও হৃষিকেশের বাসিন্দা।
photos