Ishika Taneja | Maha Kumbh 2025: 'দুশ্চরিত্র' মমতার পর আর এক অভিনেত্রী! কুম্ভে ডুব দিয়েই হলেন সাধ্বী...
Actress Ishika Taneja: অভিনয় ছেড়ে এবার আধ্যাত্মিকতার পথে ঈশিকা তানেজা। মমতা কুলকার্নির পর ফের এক অভিনেত্রী হলেন সাধ্বী।
Feb 07, 2025, 12:45 PM IST
1/6
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মমতা কুলকার্নির বিতর্কের পর আবার এক অভিনেত্রী হলেন সাধ্বী। ২০১৭ সালে 'ইন্দু সরকার' ছবি তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিলেন। অভিনেত্রীর নাম ঈশিকা তানেজা। সম্প্রতি তিনি Showbiz-শো করছিলেন।
2/6
এখন আধ্যাত্মিকতার পথে যাত্রা শুরু করতে এবং সনাতন ধর্ম প্রচারের জন্য সেই শো ছেড়ে দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী সম্প্রতি মহা কুম্ভ মেলায় গিয়ে পবিত্র স্নান করেন। ডুব দেওয়ার পর অভিনেত্রী বলেন, 'মহিলারা ছোট পোশাক পরে নাচার জন্য নয়।'
photos
TRENDING NOW
3/6
প্রাক্তন অভিনেত্রী জানিয়েছেন, তিনি জীবন-স্রোতেই ভেসেছেন! সিনেমা ও মিউজিক ভিডিয়ো করে তাঁর 'ঘর ওয়াপসি' হচ্ছে। তিনি আরও বলেন যে, মহিলাদের ছোট পোশাক পরে নাচতে বাধ্য করা হয়নি। তাদের সনাতনের সেবা করার জন্য তৈরি করা হয়েছে।
4/6
এর আগে, জানুয়ারিতে, ঈশিকা মধ্যপ্রদেশের জবলপুরে শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী জি মহারাজের নির্দেশনায় গুরু দীক্ষা গ্রহণ করেছিলেন। এরপর তিনি ২৯ জানুয়ারী মহাকুম্ভে গিয়ে পবিত্র স্নান করেন এবং সেখানে সনাতন ধর্ম প্রচারের প্রতিজ্ঞা নেন।
5/6
সংবাদ মাধ্যমে ঈশিকা বলেন, 'আমি একজন গর্বিত সনাতনী। আমি সেবার চেতনার সঙ্গে যুক্ত। মহাকুম্ভে ঐশ্বরিক শক্তি রয়েছে। আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হল শঙ্করাচার্যজির কাছ থেকে আমি গুরু দীক্ষা পেয়েছি। একজন গুরু থাকা আমাকে জীবনে দিকনির্দেশনা দিয়েছে।'
6/6
ঈশিকা আরও বলেন যে তার সাধ্বীতে পরিণত হওয়া কোনও প্রচারণামূলক স্টান্ট বা প্রচারণামূলক কৌশল নয়। এমনকী তিনি আর তাঁর 'পুরনো জীবনে' ফিরে যেতে চান না। তিনি বলেন, 'যদি সুযোগ পাই, আমি সিনেমা প্রযোজনা করব, তবে সেগুলিতেও আমি সনাতন ধর্ম প্রচার করব।'