তৃতীয়া থেকে খুলছে মণ্ডপ, বাংলায় নিউ নর্মালে পুজোর নিয়ম জেনে নিন

Oct 09, 2020, 23:24 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: কোভিড পরিস্থিতিতে কীভাবে পুজো হবে, গাইডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটিগুলির সঙ্গে সেই বিষয় নিয়ে বৈঠক করল কলকাতা পুলিস। একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। জেনে নিন নিউ নর্মালে পুজোর বিধি-  

2/6

তৃতীয়া থেকেই খুলছে মণ্ডপ। ওইদিন থেকেই রাস্তায় থাকবে প্রচুর পুলিস।

3/6

মণ্ডপ থেকে সোজা ঘাটে গিয়ে প্রতিমা বিসর্জন করতে হবে। ২৬-২৯ অক্টোবর প্রতিমা বিসর্জনের দিন ধার্য হয়েছে। 

4/6

সবদিক খোলা রেখে প্যান্ডেল করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও কারণে প্যান্ডেল ঘেরা থাকলে ছাদ খোলা থাকবে।

5/6

পুজো মণ্ডপে বাহির এবং প্রবেশ পথ আলাদা থাকবে। দূরত্ববিধি মানতে গোল দাগ কাটার নির্দেশ।

6/6

সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রচুর স্বেচ্ছাসেবক থাকবেন। পুজো কমিটিগুলিকে প্রচুর স্যানিটাইজার ও মাস্ক রাখতে হবে।