Bhai Phota 2022 : বাড়িতে নিয়ে গিয়ে পথশিশুদের ভাইফোঁটা দিলেন দিতিপ্রিয়া

Oct 27, 2022, 15:17 PM IST
1/6

দিতিপ্রিয়ার অন্যরকম ভাইফোঁটা

ভাইফোঁটা দিলেন টেলিপর্দার 'রাণী রাসমণি' দিতিপ্রিয়া রায়। তবে একটু অন্যভাবে। এই দিনে পথশিশুদের ভাইফোঁটা দিলেন অভিনেত্রী। 

2/6

ভাইফোঁটার উপহার

এদিন নিজের ফ্ল্যাটে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে টালিগঞ্জের বস্তি এলাকার বেশকিছু শিশুদের ভাইফোঁটা দেন দিতিপ্রিয়া। শুধু  ভাইফোঁটাই নয়, তাঁদের জন্য দিতিপ্রিয়ার তরফে ছিল বিশেষ উপহার।

3/6

দিতিপ্রিয়ার গাড়িতেই ছিল যাওয়ার ব্যবস্থা

বৃহস্পতিবার সকালে নিজের গাড়িতে করেই টালিগঞ্জের বস্তি এলাকার শিশুদের বাড়িতে নিয়ে যান দিতিপ্রিয়া। সেখানে ভাইফোঁটা দেওয়ার পর আবারও গাড়িতে করে তাঁদের ফিরিয়ে দিয়ে আসেন। 

4/6

শীতের কম্বল

শীত আসছে, সেকথা মাথায় রেখে পথ শিশুদের ভাইফোঁটায় কম্বল উপহার দেন দিতিপ্রিয়া রায়। সঙ্গে দেন চাল, ডাল, তেল, বিস্কুট, চানাচুর, বাসনপত্র সহ আরও কিছু উপহার। 

5/6

জন্মদিনের কেক

তবে এই প্রথম নয়, প্রতিবছর নিজের জন্মদিনের কেক টালিগঞ্জের এই পথশিশুদের সঙ্গেই কাটেন দিতিপ্রিয়া রায়। সেখান থেকেই তাঁদের সঙ্গে অভিনেত্রীর বিশেষ বন্ধন তৈরি হয়েছে। 

6/6

উপলক্ষ্য় ভাইফোঁটা

পথ শিশুদের ভাইফোঁটা দেওয়া ছাড়াও এদিন নিজের অন্যান্য দাদা ও ভাইদেরও ফোঁটা দেন দিতিপ্রিয়া রায়।