Delhi Cold Wave Orange Alert: হাড় কাঁপানো ১.৫ রাজধানীতে, চুরুতে তো ০! জারি কমলা সতর্কতা...

Jan 08, 2023, 10:51 AM IST
1/5

রেকর্ড ঠান্ডা দিল্লিতে

Delhi Cold Wave Orange Alert issued 1

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরের শীত যেমন খামখেয়ালি, তেমনই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে যেন! হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে রাজধানী...জবুথবু জনজীবন। 

2/5

জারি কমতা সতর্কতা

Delhi Cold Wave Orange Alert issued 2

আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, উত্তরাখণ্ড, হিমাচলের থেকেও বেশি ঠান্ডা রাজধানী দিল্লিতে। এই পরিস্থিতিতে জারি হয়েছে কমলা সতর্কতা। প্রবল শৈত্য়প্রবাহ চলছে। 

3/5

কাঁপছে রাজধানী

Delhi Cold Wave Orange Alert issued 3

যার জেরে সেন্ট্রাল দিল্লির রিজ ওয়েদার স্টেশনে তাপমাত্রা নেমে গিয়েছে ১.৫ ডিগ্রিতে। ওদিকে লোধিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী দিল্লির গড় সর্বনিম্ন তাপমাত্রা ২.২ ডিগ্রি।

4/5

রাজস্থানেও কনকনে ঠান্ডা

Delhi Cold Wave Orange Alert issued 4

ওদিকে রাজস্থানের সিকরে পারদ নেমেছে ১ ডিগ্রিতে। পিলানিতে ০.৬ ডিগ্রিতে। আর চুরুতে তো ০ ডিগ্রি! প্রবল ঠান্ডা ও কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। 

5/5

চলবে শৈত্যপ্রবাহ

Delhi Cold Wave Orange Alert issued 5

আবহাওয়া দফতর জানাচ্ছে, দিল্লি সহ গোটা উত্তরভারতেই প্রবল ঠান্ডা এখন চলবে। কারণ জারি থাকবে হিমালয় থেকে আসা হিমশীতল বাতাসের শৈত্যপ্রবাহ।