West Bengal Assembly: বিধায়ক হয়েই 'লেট'! সদ্য জয়ীদের রীতিমতো 'ধমক'-এর সুরে স্পিকার দিলেন কড়া নির্দেশ...

Dec 03, 2024, 15:57 PM IST
1/5

অধিবেশনে 'লেট' বিধায়ক!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সবে বিধায়ক হয়েছেন, আর নতুন বিধায়ক হয়েই 'লেট'! নয়া বিধায়কদের আচরণ নিয়ে ক্ষুব্ধ বিধানসভার স্পিকার। 

2/5

অধিবেশনে 'লেট' বিধায়ক!

ক্ষোভের সুরে তাঁকে বলতে শোনা যায়, সদ্য শপথ নিয়েছেন আপনারা! আর আপনারাই অধিবেশন শুরু হওয়ার পর বিধানসভায় আসছেন? 

3/5

অধিবেশনে 'লেট' বিধায়ক!

জানতে চান, অধিবেশন শুরু হওয়ার পরে কেন বিধানসভায় আসছেন? কড়া নির্দেশ দেন, সকাল ১১টায় অধিবেশন শুরু হয়। সাড়ে দশটার মধ্যে অধিবেশনে আসবেন। 

4/5

অধিবেশনে 'লেট' বিধায়ক!

বলেন, এখন এসে আপনারা আপনাদের আসন খুঁজে বেড়াবেন, এটা একেবারেই ঠিক নয়। 

5/5

অধিবেশনে 'লেট' বিধায়ক!

প্রসঙ্গত গতকাল নয়া বিধায়কদের সাত দিন ধরে বিধানসভায় প্রশিক্ষণ নিতে বলা হয়েছিল।