‘গোড়াতেই খতম করতে পারেনি চিন, নরকে পরিণত হয়েছে দুনিয়ার ১৮৪ দেশ’

Apr 29, 2020, 13:50 PM IST
1/5

1

1

গোড়াতেই করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে পারেনি চিন। তাই গোটা পৃথিবীজুড়ে এই দুর্দশা। দুনিয়া ১৮৪ দেশে এখন নরকের অবস্থা। বুধবার ফের এভাবেই চিনের বিরুদ্ধে সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

2/5

2

2

করোনাভাইরাস গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্যে চিনকেই এখন দায়ি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, দেশে যে পরিমাণ সংক্রমণ হয়েছে তার জন্য প্রচুর খরচ করতে হবে। জার্মানি চিনের কাছ থেকে ১৪০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছে। তার থেকেই বেশি ক্ষতি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

3/5

3

3

উল্লেখ্য, ব্রিটেন, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, দুনিয়জুড়ে এই ধ্বংস ও আর্থিক ক্ষতি এড়ানো যেত যদি একেবারে প্রথম দিকে চিন করোনাভাইরাসের কথা প্রকাশ করতো।

4/5

4

4

বুধবার ট্রাম্প বলেন, আমাকে প্রয়াই বলতে শুনবেন দুনিয়ার ১৮৪ দেশের ভয়ঙ্কর অবস্থা করে ছেড়েছে করোনাভাইরাস। বিশ্বাসই করতে পারছি না। এনিয়ে তদন্ত করে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র।

5/5

5

5

উল্লেখ্য, চিনের উহানে প্রথম ধরা পড়া করোনাভাইরাসের আক্রমণে এখনও পর্যন্ত গোটা দুনিয়ায় ২ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩০ লাখ মানুষ। সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে এই সংখ্যা প্রায় ৫৯,০০০।