Metro Service: সম্পূর্ণ বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো! সম্পূর্ণ বন্ধ গ্রিন লাইন ১ এবং ২ পরিষেবা! জেনে নিন, কেন বন্ধ, কবে থেকে কবে...
Kolkata Metro Service: কলকাতা মেট্রো এ শহরের অতি বিশিষ্ট গণপরিবহণ ব্যবস্থা। কলকাতা মেট্রো এ দেশের আদি মেট্রো নেটওয়ার্ক। এর চারটি ভাগ-- ব্লু লাইন, অরেঞ্জ লাইন, গ্রিন লাইন ১ ও ২ এবং পার্পল লাইন। সম্প্রতি ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ লাইনে অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা বসানো হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ লাইনে অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা বসানো হবে। একটি বিদেশি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই কাজটি করা হবে। এবং এই কাজের জন্য আপাতত বন্ধ থাকবে পরিষেবা। কলকাতা মেট্রো অতি বিশিষ্ট সার্ভিস। কলকাতা মেট্রো এ দেশের আদি মেট্রো নেটওয়ার্ক। তবে সেই মেট্রো সার্ভিস প্রতিদিনই একটু-একটু করে বদলে যাচ্ছে। এর রুট বর্ধিত হচ্ছে। এর চারটি ভাগ-- ব্লু লাইন, অরেঞ্জ লাইন, গ্রিন লাইন ১ ও ২ এবং পার্পল লাইন। আপাতত গ্রিন লাইন বন্ধ থাকবে।