Metro Service: সম্পূর্ণ বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো! সম্পূর্ণ বন্ধ গ্রিন লাইন ১ এবং ২ পরিষেবা! জেনে নিন, কেন বন্ধ, কবে থেকে কবে...

Kolkata Metro Service: কলকাতা মেট্রো এ শহরের অতি বিশিষ্ট গণপরিবহণ ব্যবস্থা। কলকাতা মেট্রো এ দেশের আদি মেট্রো নেটওয়ার্ক। এর চারটি ভাগ-- ব্লু লাইন, অরেঞ্জ লাইন, গ্রিন লাইন ১ ও ২ এবং পার্পল লাইন। সম্প্রতি ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ লাইনে অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা বসানো হবে।

| Feb 04, 2025, 18:31 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ লাইনে অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা বসানো হবে। একটি বিদেশি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই কাজটি করা হবে। এবং এই কাজের জন্য আপাতত বন্ধ থাকবে পরিষেবা। কলকাতা মেট্রো অতি বিশিষ্ট সার্ভিস। কলকাতা মেট্রো এ দেশের আদি মেট্রো নেটওয়ার্ক। তবে সেই মেট্রো সার্ভিস প্রতিদিনই একটু-একটু করে বদলে যাচ্ছে। এর রুট বর্ধিত হচ্ছে। এর চারটি ভাগ-- ব্লু লাইন, অরেঞ্জ লাইন, গ্রিন লাইন ১ ও ২ এবং পার্পল লাইন। আপাতত গ্রিন লাইন বন্ধ থাকবে।

1/6

ইস্ট-ওয়েস্ট মেট্রো

সম্পূর্ণ বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো সার্ভিস। গ্রিন লাইন ১ এবং ২ পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। (তথ্য: অয়ন ঘোষাল)

2/6

৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ?

প্রথমে ঠিক হয়েছিল ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। (তথ্য: অয়ন ঘোষাল) 

3/6

সিদ্ধান্ত পুনর্বিবেচনা

কিন্তু এই সময়টায় শহরে বইমেলা চলছে। মাধ্যমিক পরীক্ষাও আছে। তাই পরে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। (তথ্য: অয়ন ঘোষাল)

4/6

দুভাগে কমপ্লিট শাট ডাউন

তাই, আপাতত দুই ভাগে কমপ্লিট শাট ডাউন। প্রথমে ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো, পরে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি ফের সম্পূর্ণ বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো। (তথ্য: অয়ন ঘোষাল)

5/6

মার্চেও মেট্রো বন্ধ থাকবে?

কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানানো হয়েছে। পরে কাজের অগ্রগতি দেখে মার্চে পরিষেবা বন্ধ রাখার নির্ঘণ্ট জানাবে মেট্রো। (তথ্য: অয়ন ঘোষাল)

6/6

'সিবিটিসি' ব্যবস্থা

গ্রিন লাইন মেট্রো করিডর রুটে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ লাইনে 'কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল' সংক্ষেপে 'সিবিটিসি'  ব্যবস্থা (CBTC System) আনা হচ্ছে। তাই এই পরিষেবা বন্ধের ঘোষণা। সন্দেহ নেই এজন্য মেট্রোযাত্রীদের খুবই অসুবিধা হবে। (তথ্য: অয়ন ঘোষাল)