Selfie Death: কলেজের নামে বন্ধুদের সঙ্গে ঘুরতে গঙ্গাপাড়ে, সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি পড়ুয়ার!

Jan 08, 2023, 17:21 PM IST
1/5

গঙ্গায় নিখোঁজ কলেজপড়ুয়া

College student Selfi Death in Ganges 1

রণয় তিওয়ারি: সেলফি তুলতে গিয়ে গঙ্গায় পড়ে নিখোঁজ প্রথম বর্ষের ছাত্র। নাম শেখ সইদ। বয়েস ১৮ বছর। মণীন্দ্র কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র সইদ।  

2/5

কলেজ যাওয়ার নামে কোথায় গেল!

College student Selfi Death in Ganges 2

পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দিন সইদ কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি। এরপর পরিবারের সদস্যরা জানতে পারেন যে জলে পড়ে গিয়েছে সে।  

3/5

সেলফির পরিণতি মর্মান্তিক

College student Selfi Death in Ganges 3

পুলিস ও পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, বাগবাজার লক গেটের কাছে ৭ বন্ধু মিলে ঘুরতে গিয়েছিল। সেখানে সেলফি তুলতে যায় সইদ। সেলফি তুলতে গিয়েই গঙ্গার জলে পড়ে যায় ওই কলেজ পড়ুয়া।    

4/5

খোঁজ নেই পড়ুয়ার

College student Selfi Death in Ganges 4

এরপরই খবর পৌঁছয় নর্থ পোর্ট থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিস। কিন্তু ডিএমজি গ্রুপের কর্মীরা তল্লাশি চালিয়েও এখনও কোনও খোঁজ পাননি ওই পড়ুয়ার।   

5/5

সন্দেহের তালিকায় বন্ধুরাও

College student Selfi Death in Ganges 5

দুদিন হতে চলল... এখনও কোনও খোঁজ না মেলায় দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের সন্দেহের তালিকায় রয়েছে বন্ধুরাও। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।