Selfie Death: কলেজের নামে বন্ধুদের সঙ্গে ঘুরতে গঙ্গাপাড়ে, সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি পড়ুয়ার!
Jan 08, 2023, 17:21 PM IST
1/5
গঙ্গায় নিখোঁজ কলেজপড়ুয়া
রণয় তিওয়ারি: সেলফি তুলতে গিয়ে গঙ্গায় পড়ে নিখোঁজ প্রথম বর্ষের ছাত্র। নাম শেখ সইদ। বয়েস ১৮ বছর। মণীন্দ্র কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র সইদ।
2/5
কলেজ যাওয়ার নামে কোথায় গেল!
পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দিন সইদ কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি। এরপর পরিবারের সদস্যরা জানতে পারেন যে জলে পড়ে গিয়েছে সে।
photos
TRENDING NOW
3/5
সেলফির পরিণতি মর্মান্তিক
পুলিস ও পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, বাগবাজার লক গেটের কাছে ৭ বন্ধু মিলে ঘুরতে গিয়েছিল। সেখানে সেলফি তুলতে যায় সইদ। সেলফি তুলতে গিয়েই গঙ্গার জলে পড়ে যায় ওই কলেজ পড়ুয়া।
4/5
খোঁজ নেই পড়ুয়ার
এরপরই খবর পৌঁছয় নর্থ পোর্ট থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিস। কিন্তু ডিএমজি গ্রুপের কর্মীরা তল্লাশি চালিয়েও এখনও কোনও খোঁজ পাননি ওই পড়ুয়ার।
5/5
সন্দেহের তালিকায় বন্ধুরাও
দুদিন হতে চলল... এখনও কোনও খোঁজ না মেলায় দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের সন্দেহের তালিকায় রয়েছে বন্ধুরাও। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।