Mumbai: শহরে ঢুকতে গেলে দিতে হবে না কোনও টোল! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...

Eknath Shinde: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘোষণা করেছেন, 'মুম্বাইয়ে প্রবেশের জন্য পাঁচটি টোল বুথে হালকা মোটর গাড়িগুলির জন্য কোনও টোল লাগবে না।'

| Oct 14, 2024, 15:40 PM IST
1/10

টোল বুথ

Toll Booth

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাড়ি কেনার পর রাস্তায় টোল দিতে গিয়ে হয়রান হন অনেকেই। জাতীয় সড়কে সেই পরিমাণটা অনেকটাই। 

2/10

টোল বুথ

Toll Booth

শুধু রাস্তাই নয়। সেতু, বড় শহরগুলিতে প্রবেশের সময়ও টোল দিতে হয়।

3/10

টোল বুথ

Toll Booth

তবে এবার থেকে শহরে ঢোকার জন্য আর দিতে হবে না কোনও টোল। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে সেটা শুধুমাত্র হালকা গাড়িগুলির ক্ষেত্রে প্রযোজ্য। 

4/10

একনাথ শিন্ডে

Eknath Shinde

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘোষণা করেছেন, 'মুম্বাইয়ে প্রবেশের জন্য পাঁচটি টোল বুথে হালকা মোটর গাড়িগুলির জন্য কোনও টোল লাগবে না।'

5/10

টোল বুথ

Toll Booth

শিন্ডে জানিয়েছেন, এটা জনগণের অনেক দিনের দাবি ছিল। বিধানসভা ভোট মিটে গেলেও এটা চলতে থাকবে।

6/10

দাদাজি দাগাড়ু ভুসে

Maharashtra Minister

মহারাষ্ট্রের মন্ত্রী দাদাজি দাগাড়ু ভুসে বলেন, 'প্রতিদিন প্রায় ৩.৫ লাখ গাড়ি যাওয়া আসা করে, যার মধ্যে প্রায় ২.৮০ লাখ হালকা গাড়ি।'

7/10

টোল বুথ

Toll Booth

প্রত্যেক গাড়িকে ৪৫ থেকে ৭৫ টাকা অবধি টোল দিতে হয়। সরকার অনেক মাস ধরে আলোচনা করার পর এই সিদ্ধান্তে এসেছে। 

8/10

থানের শিবসেনা সাংসদ

Thane MP

থানের শিবসেনা সাংসদ জানান, 'এই সিদ্ধান্তে খুশি মুম্বইবাসীরা। আমার নিজেরই টোল চার্জ দিতে কষ্ট হত। এখন অবাধ চলাচলের মাধ্যমে আশপাশের এলাকায় আরও উন্নয়ন হবে।'

9/10

টোল বুথ

Toll Booth

যদিও ভোটের আগে এই সিদ্ধান্তের জন্য কটাক্ষ করেছেন বিরোধীরা।

10/10

আনন্দ দুবে

Anand Dubey

শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-র মুখপাত্র বলেন, 'এতদিন কেন এই কাজগুলি করেননি? নির্বাচনে জনগণ আপনাদের শিক্ষা দেবে।'