Uttarakhand: হাড়হিম! বোঝাই বরযাত্রী নিয়ে বাস পড়ল গভীর খাদে, মর্মান্তিক মৃত্যু...

Bus Fell into Deep Gorge: মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পাউরি জেলায়। হরিদ্বারের লালধাং থেকে পাউরির বিরোনখাল যাচ্ছিল বাসটি। বাসে মোট ৪০-৫০ জন ছিলেন।

| Oct 06, 2024, 11:06 AM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়েবাড়ির আনন্দ লহমায় বদলে গেল বিষাদে। বিয়েবাড়ির যাত্রী নিয়ে যাওয়ার সময়ে গভীর খাদে পড়ে গেল একটি বাস। কমপক্ষে ৩০ জনের মৃত্যুর আশঙ্কা। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পাউরি জেলায়। হরিদ্বারের লালধাং থেকে পাউরির বিরোনখাল যাচ্ছিল বাসটি। বাসে মোট ৪০-৫০ জন ছিলেন।

 

1/6

সীমান্ডি গ্রামে

রাত ৮টা নাগাদ সীমান্ডি গ্রামে দুর্ঘটনাটি ঘটে। চালক নিয়ন্ত্রণ হারানোয় খাদে পড়ে যায় বাসটি।

2/6

আর্তনাদ

কনের বাড়ি থেকে মাত্র ২ কিমি দূরে দুর্ঘটনাটি ঘটে। বাসটি খাদে পড়ার পর যাত্রীরা আর্তনাদ শুরু করেন। আশপাশের বাসিন্দারা দৌড়ে আসেন।

3/6

দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার

খবর পেয়ে স্থানীয় থানার পুলিস ও এসডিআরএফ টিম ছুটে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

4/6

৩০ জনের মৃত্যু

এখনও পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে প্রশাসনের তরফে এখনও কিছু বলা হয়নি।

5/6

গভীর খাদে

চালক নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীভরা বাসটিকে নিয়ে ২০০ ফুট গভীর খাদে পড়ে যান বলে জানা গিয়েছে। 

6/6

অকুস্থলে স্পিকার

খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছন উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার রীতু খান্ডুরি। যদিও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।