Durga Puja 2024: জ্বালানো হবে না আলো, বাজবে না মাইক! পুজোয় আরজিকর কাণ্ডের প্রতিবাদ...

Jalpaiguri: প্যান্ডেলের সমস্ত লাইট অফ করে (অবশ্যই মন্ডপের ভেতরের ইমারজেন্সি লাইট জ্বলবে ) ও মাইক বন্ধ রাখা হবে। এই দশ মিনিট পাড়ার সবাই বিশেষ করে মা-বোনেরা পুজো প্যান্ডেলের সামনে মোমবাতি হাতে নিয়ে তিলোত্তমাকে স্মরণ করার অনুরোধ করা হচ্ছে। 

Oct 06, 2024, 11:02 AM IST
1/6

প্রদ্যুত্‍ দাস: বিচার না পাওয়া পর্যন্ত পুজোর সময়েও পুজো মন্ডপেও প্রতিবাদ অব্যাহত থাকবে জলপাইগুড়িতে।  

2/6

তিলোত্তমার ধর্ষক ও হত্যাকারীদের শাস্তির দাবিতে সংঘমিত্রা ক্লাব, বিবেকানন্দ পাড়া, ওয়ার্ড নং ২৪ জলপাইগুড়ি সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রত্যহ সন্ধ্যা সাতটা থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে মণ্ডপের আলোকসজ্জা।

3/6

এই দশ মিনিট পুজো প্যান্ডেলের সমস্ত লাইট অফ করে (অবশ্যই মন্ডপের ভেতরের ইমারজেন্সি লাইট জ্বলবে ) ও মাইক বন্ধ রাখা হবে। এই দশ মিনিট পাড়ার সবাই বিশেষ করে মা-বোনেরা পুজো প্যান্ডেলের সামনে মোমবাতি হাতে নিয়ে তিলোত্তমাকে স্মরণ করার অনুরোধ করা হচ্ছে।   

4/6

ক্লাবের তরফে সাধারণ মানুষদেরও এই প্রতিবাদে সামিল হবারও অনুরোধ করছেন। যাতে আরজি কর কাণ্ডে দ্রুত বিচার পাওয়া যায়।   

5/6

এই বিষয়ে পুজো কমিটির উপদেষ্টা অম্লান মুন্সী বলেন, 'পুজোর থিম আমাদের ,প্রাকৃতিক বিষয়কে সামনে রেখেই হচ্ছে। কিন্তু আমাদের কাছে এখন ও একটি দুঃখের সংবাদ রয়েছে আরজিকর কাণ্ড।'

6/6

তিনি আরও বলেন, 'আরজিকরের বিচার এখনও পর্যন্ত হয়নি। তাই এই ধরনের প্রতিবাদ করতে চলেছি আমরা।'