ফোর্বস-এর মার্কিন ধনীদের তালিকায় ফের শীর্ষে আমাজন সিইও, ৭৬ ধাপ নামলেন ট্রাম্প

Sep 08, 2020, 21:28 PM IST
1/5

পরপর তৃতীয়বার। ফোর্বস-এর মার্কিন ধনীদের তালিকার শীর্ষে ফের আমাজন সিইও জেফ বেজোস।  তাঁর সম্পত্তির পরিমাণ ১৯,৩৫০ কোটি ডলার।

2/5

বিশ্বজুড়ে করোনা সংক্রমণের এই আবহে বিপুল ক্ষতি হয়েছে মার্কিন প্রেসিজেন্টে ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়। গত বছর ফোবর্সের তালিকায় তাঁর স্থান ছিল ২৭৫ নম্বরে। এবার তা গিয়ে হয়েছে ৩৫২। সম্পত্তির পরিমাণ ৩.১ বিলিয়ন ডলার থেকে কমে হয়েছে ২.৫ বিলিয়ন ডলার। 

3/5

এবছর ফোর্বসের তালিকায় ঢুকে পড়েছেন ১৮ নতুন ধনী মার্কিনি। এদের মধ্যে রয়েছেন জুম ভিডিয়ো কমিউনিকেশনের সিইও এরিক ইউয়ান।

4/5

উল্লেখ্য, অগাস্ট মাসেই আমাজন কর্তার মোট সম্পত্তির পরিমাণ বেড়েছিল ২০০ বিলিয়ন ডলার। ফলে জেফ বেজোসের মোট সম্পত্তির পরিমাণ গিয়ে হয় ৪.৯ বিলিয়ন ডলার। 

5/5

আমাজন সিইও-র কাছাকাছি রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ১১৬.১ বিলিয়ন ডলার।