Aadhaar Number for Govt Benefits: সরকারি সুবিধে পেতে গেলে বাধ্যতামূলক হল আধার নম্বর
Aug 16, 2022, 20:59 PM IST
1/5
সরকারি কোনও সুবিধে পেতে গেলে দিতে হবে আধার নম্বর। গত ১১ অগস্ট এনিয়ে নির্দেশিকা জারি করে দিয়েছে কেন্দ্র।
2/5
কেন্দ্রের ওই নির্দেশিকায় বলা হয়েছে দেশের ৯৯ শতাংশ মানুষের কাছে এখন আধার কার্ড রয়েছে। আধার আইন অনুয়ায়ী যাঁর কাছে আধার নম্বর নেই তিনি আবেদন করলে একটি বিকল্প শংসাপত্র বা স্লিপ দেওয়া হবে। ওই নথির সাহায্যে ওই ব্যক্তি সরকারি সুবিধে পাবেন।
photos
TRENDING NOW
3/5
সরকারের দাবি, আধার কার্ড ব্যবহার করে সরকারি সুবিধে নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা খুব ভালো।
4/5
সম্প্রতি সাধারণ মানুষের জন্য একটি ভার্চুয়াল আইডেন্টিফায়ার(VID) চালু করেছিল। ১৬ সংখ্যার ওই নম্বরের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল আধারকে।
5/5
যে কোনও নথি যাচাই ও সরকারি সুবিধে পাওয়ার ক্ষেত্রে ওই নম্বরটি ব্যবহার করা যেত। রাজ্য সরকারের বেশকিছু প্রকল্পের সুবিধে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আধার নম্বর জরুরি। সেক্ষেত্রে কাজ করছিল ভিআইডি।