ডাল লেকের ধারে আজ সুরের আসর

বিচ্ছিন্নতাবাদীদের আপত্তি ও ছোট-বড় জঙ্গি সংগঠনগুলির হুমকির মুখেও আজ, শনিবার শ্রীনগরে বিশ্ববিখ্যাত সঙ্গীত পরিচালক জুবিন মেহতার মিউজিক কনসার্ট। আজকের এই ‘এহসাস-ই-কাশ্মীর’কনসার্ট ঘিরে ভূ স্বর্গে সাজো সাজো রব, রয়েছে কড়া নিরাপত্তা। ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মাইকেল স্টেইনার এই কনসার্টের উদ্যোক্তা। বিশেষভাবে আমন্ত্রিতা প্রায় দেড় হাজার দর্শক উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে। মোগল বাদশা জাহাঙ্গিরের তৈরি শালিমার গার্ডেনে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

Updated By: Sep 7, 2013, 12:05 PM IST

বিচ্ছিন্নতাবাদীদের আপত্তি ও ছোট-বড় জঙ্গি সংগঠনগুলির হুমকির মুখেও আজ, শনিবার শ্রীনগরে বিশ্ববিখ্যাত সঙ্গীত পরিচালক জুবিন মেহতার মিউজিক কনসার্ট। আজকের এই ‘এহসাস-ই-কাশ্মীর’কনসার্ট ঘিরে ভূ স্বর্গে সাজো সাজো রব, রয়েছে কড়া নিরাপত্তা। ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মাইকেল স্টেইনার এই কনসার্টের উদ্যোক্তা। বিশেষভাবে আমন্ত্রিতা প্রায় দেড় হাজার দর্শক উপস্থিত থাকবেন ওই অনুষ্ঠানে। মোগল বাদশা জাহাঙ্গিরের তৈরি শালিমার গার্ডেনে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
এই কনসার্চ বানচালের জন্য ইতিমধ্যেই বেশ জঙ্গি সংগঠনের হুমকির পরিপ্রেক্ষিতে মোগল গার্ডেনেও আসেন স্টেইনার। এখানকার নিরাপত্তা ব্যবস্থার আয়োজন সম্পর্কে তাঁকে জানানো হয়। কনসার্টে জুবিন মেহতার সঙ্গে থাকবেন স্থানীয় শিল্পীরাও। মোগল গার্ডেনের কিছু দুরেই অনুষ্ঠিত হবে পাল্টা কনসার্ট। বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত কনফারেন্সের ওই কনসার্টের নাম হকিকত-ই-কাশ্মীর। বিচ্ছিন্নতাবাদীদের দাবি, কাশ্মীর একটি সংঘাতের ক্ষেত্র। এখানে জুবিন মেহতার কনসার্ট অনুষ্ঠিত হলে কাশ্মীর সমস্যার চরিত্র বদলে যাবে বলে তাদের দাবি।কট্টরপন্থী হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানির দাবি, কাশ্মীরের ‘বিতর্কিত চরিত্র’ এই কনসার্টের মাধ্যমে প্রভাবিত হতে পারে।
মোগল গার্ডেনে কনসার্টের দিনই অদূরে নাগরিক সমাজের একটি সমান্তরাল কনসার্ট হবে মিউনিসিপাল পার্কে। আয়োজকরা আমন্ত্রণ জানালে সেখানে যাওয়ারও আগ্রহ প্রকাশ করেছেন জার্মান রাষ্ট্রদূত।

.