যন্তর-মন্তরে কৃষকদের প্রতিবাদ সভা থেকে আটক যোগেন্দ্র যাদব
যন্তর মন্তরে কৃষকদের প্রতিবাদ ধর্না থেকে সমাজকর্মী যোগেন্দ্র যাদবকে আটক করল দিল্লি পুলিস। একের পর এক টুইট করে ঘটনাটির বিস্তারিত বর্ণনা দিয়েছেন এই প্রাক্তন আপ নেতা।
ওয়েব ডেস্ক: যন্তর মন্তরে কৃষকদের প্রতিবাদ ধর্না থেকে সমাজকর্মী যোগেন্দ্র যাদবকে আটক করল দিল্লি পুলিস। একের পর এক টুইট করে ঘটনাটির বিস্তারিত বর্ণনা দিয়েছেন এই প্রাক্তন আপ নেতা।
গত কয়েকদিন ধরেই পঞ্জাব, হরিয়াণা, রাজস্থানে কেন্দ্রের প্রস্তাবিত বিতর্কিত জমি অধিগ্রহণ বিল নিয়ে কৃষকদের কের পর এক প্রতিবাদ সভায় অংশগ্রহণ করছিলেন তিনি।
নিরাপত্তার খাতিরে রবিবার ট্র্যাক্টর সহ ৮০০জন কৃষকের মিছিল থামিয়ে দেয় দিল্লি পুলিস। যোগেন্দ্র যাদব এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি এই সভা করার জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল কৃষকদের কাছে। এভাবে তাঁদের আটকে দেওয়া বেআইনি।
I have been beaten up, manhandled, dragged, pushed and arrested at the parliament street police station. pic.twitter.com/kbJgT9rSuh
— Yogendra Yadav (@_YogendraYadav) August 10, 2015