WATCH | Ricky Ponting vs Sourav Ganguly: সৌরভ-পন্টিংয়ের চরম মতপার্থক্য! ভিতরের কথা এল বাইরে, নিলামের আগে বিস্ফোরক মহারথী...
Ricky Ponting vs Sourav Ganguly: দিল্লি ক্যাপিটালসে সৌরভ-পন্টিংয়ের চরম মতপার্থক্য হয়েছিল! নিলামের আগে বিস্ফোরক মহম্মদ কাইফ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসন্ন আইপিএলে (IPL 2025) প্রীতি জিন্টার পঞ্জাব কিংসের (Punjab Kings) দায়িত্ব সামলাবেন রিকি পন্টিং (Ricky Ponting)। তবে অস্ট্রেলিয়ার জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক ২০১৮-২০২৪ পর্যন্ত সাত বছর দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কোচ ছিলেন তিনি। তবে রাজধানীর দলকে জেতাতে পারেননি কোনও ট্রফিই! দিল্লি ছেঁটে ফেলে পন্টিংকে।
আরও পড়ুন: হেডের মাথা যন্ত্রণা শুরু, ব্যথা জব্দের টোটকা অজানা! একজনই কাঁপাচ্ছেন অজি তারকাকে...
২০২০ সালে দিল্লি খেলেছিল আইপিএল ফাইনাল। আর তখন দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কলকাতা নাইট রাইডার্সের (KKR) দুই প্রাক্তন সতীর্থর রিইউনিয়ন মোটেই সুখকর ছিল না! সৌরভ-পন্টিংয়ের হয়েছিল চরম মতপার্থক্য! এবার ভিতরের কথাই বাইরে আনলেন দিল্লির প্রাক্তন সহকারি কোচ মহম্মদ কাইফ (Mohammad Kaif)।
কাইফ এক সাক্ষাত্কারে বলেন, 'আমার তো মনে হয় পন্টিং নিজেও একথা স্বীকার করবে যে, আমি-সৌরভ মিলে যে দল বানিয়েছিলাম, তাতে ও আরও ভাল ফল করতে পারত। একটা সময়ে ছিল যখন দলে অজিঙ্কা রাহানে, আর অশ্বিন, ইশান্ত শর্মা এমনকী শিমরন হেটমায়ারেরও দলে জায়গা হচ্ছিল না! আপনারা বিশ্বাস করবেন না, আমরা এও আলোচনা করতাম যে, কাকে বসানো হবে। এরপর আমরা নিলামে যাই, সৌরভ বলেছিল, আমাদের ভারতীয় ক্রিকেটারদের সমর্থন করতে হবে। এই বিষয়টির জন্য় আমি সৌরভের প্রশংসা করব। সৌরভ নিজে কথা বলেছিল শিখর ধাওয়ানের সঙ্গে। হায়দরাবাদের থেকে ট্রেড করে আমাদের দলে ওকে আনে। সৌরভই আমাদের রাজি করিয়েছিল যে, আমাদের ধাওয়ানকে নিতে হবে। পন্টিং কিন্তু একেবারেই রাজি হয়নি। আমাদের বৈঠকের সময়ে সৌরভ বুঝিয়েছিল যে, এক মরসুমে ধাওয়ান ৫০০ রান করতে পারে। সে সময় ওয়ার্নারও ছিল হায়দরাবাদে। আমি নিশ্চিত যে সৌরভ তখন পন্টিংকে বুঝিয়েছিল যে, ওয়ার্নার আর আগের মতো নেই। ওয়ার্নারের বদলে ধাওয়ানকে নেওয়ার জন্য় পন্টিংকে বলেছিল সৌরভ।'
২০১৯ সালে ধাওয়ান দিল্লি চলে এসেছিলেন হায়দরাবাদ থেকে। সেই মরসুমে ৫২১ রান করেছিলেন। পরের মরসুমে বাঁ-হাতি বিধ্বংসী ওপেনার ৬১৮ রান করেন। এমনকী ২০২১ সালেও ধাওয়ান ৫৮৭ রান করেছিলেন। সৌরভ বুঝিয়ে দিয়েছিলেন যে, কেন তিনি ধাওয়ানের জন্য় গলা ফাটিয়েছিলেন।
আরও পড়ুন: পারথ টেস্টের আগেই বড় খবর! শামিকে নিয়েই ঘোষিত দল, পেলেন সাত উইকেটের পুরস্কার
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)