রেল বাজেট ২০১৬ : একনজরে যাত্রী স্বাচ্ছন্দ্য

পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। সুরেশ প্রভুর রেল বাজেটেও পুরোদমে রইল সে ভোটবাক্সের ইঙ্গিত। সংস্কারপন্থী কোনও কঠিন পদক্ষেপের কথা শোনা গেল না প্রভুর বাজেটে। যাত্রী ভাড়া, পণ্য মাশুল না বাড়িয়ে বাজেট বরং অনেক বেশি সাবধানী ও জনদরদী।

Updated By: Feb 25, 2016, 02:41 PM IST
রেল বাজেট ২০১৬ : একনজরে যাত্রী স্বাচ্ছন্দ্য

ওয়েব ডেস্ক : পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। সুরেশ প্রভুর রেল বাজেটেও পুরোদমে রইল সে ভোটবাক্সের ইঙ্গিত। সংস্কারপন্থী কোনও কঠিন পদক্ষেপের কথা শোনা গেল না প্রভুর বাজেটে। যাত্রী ভাড়া, পণ্য মাশুল না বাড়িয়ে বাজেট বরং অনেক বেশি সাবধানী ও জনদরদী।

বাজেটে যাত্রী স্বাচ্ছন্দ্যের যে বিষয়গুলি তুলে ধরা হল-

* সিনিয়র সিটিজেনদের জন্য ৫০ শতাংশ অধিক লোয়ার বার্থ ও মহিলাদের জন্য ৩৩ শতাংশ লোয়ার বার্থ সংরক্ষণ।

* মায়েদের জন্য সুখবর। বাচ্চাদের জন্য গরম জল, গরম দুধ, বেবি বোর্ড এবার থেকে ট্রেনেই মিলবে। থাকছে বাচ্চাদের জন্য খাবারের মেনুও।

* শারীরিকভাবে অক্ষমদের জন্য বিশেষ টয়লেটের বন্দোবস্ত।

* বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য ব্যাটারিচালিত গাড়ি।

* নির্দিষ্ট কিছু স্টেশনে অগ্রাধিকারের ভিত্তিতে পাইলট টিকিট।

* যাত্রীদের জন্য ১৭৮০টি স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন।

* সাংবাদিকদের জন্য ই-বুকিংয়ের মাধ্যমে কনসেশন পাস।

* ১৩৯ নম্বর ডায়াল করে ফোনের মাধ্যমে টিকিট বাতিলের সুযোগ।

* SMS-এর মাধ্যমে ক্লিন মাই কোচ পরিষেবার সুবিধা।

* জেনারেল কামরাতেও থাকবে মোবাইল চার্জিংয়ের সুবিধা।

* আরও উন্নত ট্রেন ক্যাটারিং ব্যবস্থা। এবার থেকে IRTC-তে মিলবে নিজের মনমতো পছন্দসই খাবার।

* চলতি বছরে ১০০টি স্টেশনে, পরবর্তী ২ বছরে আরও ৪০০টি স্টেশনে Wi-Fi পরিষেবা।

* ট্রেনে যাত্রী মনোরঞ্জনের জন্য PA সিস্টেমের মাধ্যমে FM পরিষেবা চালুর প্রস্তাব।

* দূরপাল্লার ট্রেনে অসংরক্ষিত ট্রাভেল কোচের প্রস্তাব।

* পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত (3rd AC) হামসফর এক্সপ্রেস।

.