Uniform Civil Code: দেশের এই রাজ্যে আজ চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, বদলাবে বিয়ে-বিবাহবিচ্ছেদের নিয়ম, আওতায় লিভ-ইনও
Uniform Civil Code: বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের বয়স একই থাকবে। লিভ ইনকেও আনা হবে আইনের আওতায়
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইতিহাস গড়তে চলেছে উত্তরখণ্ড সরকার। দেশে প্রথম উত্তরাখণ্ডেই চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আগেই জানিয়েছিলেন অভিন্ন দেওয়ানি বিধি চালু করার সব আয়োজন সম্পূর্ণ হয়েছে। গণতন্ত্র দিবসে পর দিন রাজ্যে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি।
আরও পড়ুন- ছাড় নেই শিশুদেরও, অ্যাডিনোর আতঙ্ক উসকে ভয় ধরাচ্ছে গুলেন বারি! লাফিয়ে বাড়ছে আক্রান্ত...
২০২২ সালে বিধানসভা ভোটের প্রচারে বিজেপি নির্বাচনী ইস্যুই ছিল অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে। ক্ষমতায় এসে সেটাই করছে উত্তরাখণ্ড সরকার। এখন দেখা যাক রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করে কী করতে চায় পুষ্কর ধামি সরকার? এই আইন চালু হলে বিয়ে, বিবাহবিচ্ছেদ, লিভ -ইন-রিলেশন ও অন্যান্য ক্ষেত্রে আইন সবার জন্য একই হবে বা নিয়ন্ত্রণ করা হবে। এই আইন চালু হলে ছেলে ও মেয়ের বিয়ের বয়স একই হবে। বহুবিবাহ ও হালালা বিয়ে নিষিদ্ধ হবে।
অভিন্ন দেওয়ানি বিধি তৈরির প্যানেলে ছিলেন দুন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুরেখা ডাঙ্গেওয়াল। সংবাদমাধ্য়মে তিনি বলেন, বিয়ের ক্ষেত্রে ছেলেমেয়ের বয়স একই রাখা, উইল তৈরির নিয়ম সরল করা ও লিভ ইন রিলেশনের ক্ষেত্রে নিয়ম তৈরির করাই অভিন্ন দেওয়ানি বিধির লক্ষ্য। এই বিধি চালু হলে অবৈধ বা বৈধ সন্তান বলে কিছু থাকবে না। প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের বিশেষ সুবিধে দেওয়া হবে।
এই বিধা চালু হয়ে গেলে উত্তরাখণ্ডই হবে দেশের প্রথম রাজ্যে যে এই বিধি চালু করল। কেন্দ্রে বিজেপি সরকারের এজেন্ডার মধ্যে রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। সেই দিকে বিজেপি একধাপ এগিয়ে গেল বলেই মনে করা হচ্ছে। এরপর হয়তো অসমে এই বিধি চালু হতে পারে। কারণ মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজেই সেই কখা বলেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)