ছাঙ্গুতে ধসে আটকে প্রায় দুহাজার পর্যটক
রাস্তায় ধস নেমে সিকিমের ছাঙ্গুতে আটকে পড়লেন প্রায় দু হাজার পর্যটক। বুধবার বিকেলে গ্যাংটক থেকে ছাঙ্গুর পথে আচমকা ধস নামে। ধসের জেরে পথে আটকে পড়ে প্রায় চারশো গাড়ি। আটকে পড়া গাড়িগুলির যাত্রীদের অধিকাংশই পর্যটক।
Updated By: May 30, 2012, 11:24 PM IST
রাস্তায় ধস নেমে সিকিমের ছাঙ্গুতে আটকে পড়লেন প্রায় দু হাজার পর্যটক। বুধবার বিকেলে গ্যাংটক থেকে ছাঙ্গুর পথে আচমকা ধস নামে। ধসের জেরে পথে আটকে পড়ে প্রায় চারশো গাড়ি। আটকে পড়া গাড়িগুলির যাত্রীদের অধিকাংশই পর্যটক।
সিকিমের পর্যটন সচিব জানিয়েছেন, ইতিমধ্যেই এলাকায় উদ্ধারকাজ শুরু হয়েছে। যদিও বৃষ্টির জন্য ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। স্থানীয় প্রশাসন সূত্রে আটকে পড়া পর্যটকদের অস্থায়ী শিবির করে সেখানে রাখা হয়েছে। বৃষ্টি থামলে আগামিকাল সকালের মধ্যে রাস্তা পরিস্কার করা যাবে বলেই আশা করা হচ্ছে।