Budget 2025: বাংলার বরাদ্দ নিয়ে মিথ্যে বলছেন অর্থমন্ত্রী, হিসেব দিয়ে নির্মলাকে পাল্টা তৃণমূলের

Budget 2025: কল্যাণ বন্দ্যোপাধ্যায় এনিয়ে বলেন, অর্থমন্ত্রী পলিটিকালি বায়াসড পার্সন। উনি বলে গেলেন এইসব রাজ্য টাকা খরচ করেনি, তার ডিটেল কোথায়?

Updated By: Feb 11, 2025, 09:01 PM IST
Budget 2025: বাংলার বরাদ্দ নিয়ে মিথ্যে বলছেন অর্থমন্ত্রী, হিসেব দিয়ে নির্মলাকে পাল্টা তৃণমূলের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূলের বঞ্চনার অভিযোগের পাল্টা দুর্নীতির অভিযোগ তুললেন নির্মলা সীতারমন। লোকসভা থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে তোপ দাগলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে বাংলায় কাজের পরিবেশ নেই, শিল্প নেই, চাকরি নেই, ভিসন নেই। মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে তৃণমূল। অতীতের থেকে অনেক বেশি বরাদ্দ করা হয়েছে বাংলার জন্য। আবাস যোজনা, একশো দিনের কাজে দুর্নীতি হয়েছে। এনিয়ে বারবার অভিযোগ করেও কোনও উত্তর পাওয়া যায়নি।

আরও পড়ুন-রিপোর্ট এলেই চার্জশিট! অবশেষে 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ CBI-র!

তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদের বাইরে ও ভেতরে বাংলাকে বঞ্চনা করে কেন্দ্র, এমনটাই অভিযোগ করে থাকেন। তাদের দাবি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা পাওনা রয়েছে বাংলার। এবারের বাজেটে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের তাবড় নেতারা এনিয়ে সরব হয়েছেন। এর পাল্টা হিসেবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যখন তাঁর বাজেট জবাবি ভাষণ দিচ্ছিলেন তখন তৃণমূল কংগ্রেসকে এক হাত নেন।

নির্মলা সীতারমন বলেন, বাংলার একাধিক রেল প্রকল্পে যে বরাদ্দ করা হয়েছে অতীতে করা হয়নি। বাকী ক্ষেত্রে কেন বরাদ্দ বাড়ান হয়নি তার ব্যাখ্যা দিতে গিয়ে নির্মলা বলেন, দুর্নীতি প্রতিটি ক্ষেত্রে। ২০১৬ সালে কেন্দ্র ২৫ হাজার ৭৯৫ কোটি টাকা বরাদ্দ করেছিল। কিন্তু তাতে ব্য়াপক দুর্নীতি হয়েছে। একশো দিনের কাজেও দুর্নীতি হয়েছে, রেশনে দুর্নীতি হয়েছে, আয়ূষ্মান ভারতকে রুখে দেওয়া হয়েছে। গত ২০ বছর ধরে বাংলার মানুষের মাথপিছু আয় কমেছে।

এদিকে, তৃণমূলের দাবি, সংসদে দাঁড়িয়ে নির্লজ্জভাবে মিথ্যে বলেছেন নির্মলা সীতারমন। তৃণমূলের তরফে বলা হয়েছে স্বাধ্বী নিরঞ্জন জ্যোতির দেওয়া তথ্য় অনুযায়ী ২০২১, ২০২২ সালে বাংলায় মাত্রা ৫৬৬১টি ভুয়ো জবকার্ড বাতিল কার্ড বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে উত্তরপ্রদেশে এই সংখ্যাটা ৩,৬৪,৪০১ , ওড়িশার ক্ষেত্রে১,৬৫, ১৫০টি। এই তথ্য কেন্দ্রেরই। তাহলে বাংলাকেই কেন টার্গেট করা হচ্ছে?  বাংলার টাকা আটকে রাখা হয়েছে, আর যেখানে অনেক বেশি জবকার্ড বাতিল কার হয়েছে সেখানে কীভাবে টাকা বরাদ্দ করা হচ্ছে!

নির্মলা সীতারমন যখন বক্তব্য রাখছিলেন সেইসময় বারবার চিত্কার করে উঠছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এনিয়ে তিনি বলেন, অর্থমন্ত্রী পলিটিকালি বায়াসড পার্সন। উনি বলে গেলেন এইসব রাজ্য টাকা খরচ করেনি। কেন রাজ্য খরচ করেনি তার ডিটেল কোথায়? সব রাজ্যের দোষ। তাহলে উনি কী করছেন। বাংলাকে নিয়ে ৩ বছর ধরে একই কথা বলছেন। নতুন কী বলছেন? বাংলায় যারা অন্যায় করেছে তাদের জেলে পুরে দিতে বলেছি। বাংলাকে যাতে জব্দ করা যায় তার চেষ্টাই করছেন অর্থমন্ত্রী।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.