JK Blast: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল আখনুর সেক্টর, ছিন্নবিচ্ছিন্ন ২ সেনা জওয়ান

JK Blast: প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আইইডি থেকেই এমন মারাত্মক বিস্ফোরণ ঘটানো হয়েছে  

Updated By: Feb 11, 2025, 06:55 PM IST
JK Blast: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল আখনুর সেক্টর, ছিন্নবিচ্ছিন্ন ২ সেনা জওয়ান
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সীমান্তে কাঁটাতার বরাবর টহল দেওয়ার সময়ে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরের লালেলি। মুহূর্তে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেলেন দুই সেনা জওয়ান। মঙ্গলবার সকালের দিকে ওই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আইইডি বিস্ফোরণেই এতবড কাণ্ড ঘটেছে।

আরও পড়ুন-দুষ্টুমি করায় টিচারের বকুনি! বাথরুমে গিয়ে ফিনাইল খেল ক্লাস সেভেনের ২ ছাত্রী...

সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সেনা জওয়ানরা সীমান্তে টহল দিচ্ছিলেন। চলছিল তল্লাশি অভিযানও। সেইসময় বিস্ফোরণ ঘটে। হোয়াইট নাইট কর্পস ওই দুই জওয়ানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।

এদিনই আখনুর সেক্টরে একটি মর্টার সেল খুঁজে পায় সেনাবাহিনী। সঙ্গেসঙ্গেই সেটিকে নিস্কৃয় করা হয়। সীমান্তের কাছে নামান্দার গ্রামের প্রতাপ কানাল এলাকায় ওই মর্টারটি দেখতে পান গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গেই তারা খবর দেন সেনাবাহিনীকে। কয়েকদিন আগেই কুপওয়ারা জেলা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। তার পরে এই ঘটনা। টহলদারির সময় উদ্ধার হয় একটি এ কে ৪৭ রাইফেল, একটি ম্যাগাজিন, একটি সাইগা এম কে রাইফেল ও ১২ রাউন্ড গুলি। একটি দোকানের পেছনে ওইসব অস্ত্র জড়ো করা হয়েছিল।

গত ২৪  অক্টোবর গুলমার্গে সেনার গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ২ জওয়ান শহিদ হন, প্রাণ হারান ২ সাধারণ নাগরিক। সীমান্ত থেকে ৫ কিলোমিটার দূরে ওই হামলা হয়। জওয়ানদের নিয়ে গাড়িটি বোটপাট্রি থেকে রওনা দিয়েছিল। তাঁদের সঙ্গে দুজন আম নাগরিকও ছিল যারা সেনার হয়ে 'পোর্টার' হিসেবে কাজ করে। তাঁদেরও মৃত্যু হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.