দেব দীপাবলিতে যোগ দিতে আজ বারাণসী সফরে প্রধানমন্ত্রী
বারানসী রাজঘাটে কার্তিক পুর্ণিমায় আলোর উত্সবে প্রধানমন্ত্রীর পদার্পণ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি।
নিজস্ব প্রতিবেদন: দেব দিপাবলী উত্সবে যোগ দিতে বারানসীতে আজ প্রধানমন্ত্রীর বিশেষ সফর। উত্সবে যোগদানের পাশাপাশি বারানসী-প্রয়াগরাজ ৬ লেনের হাইওয়ে উদ্বোধন করার কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর। ১৯ নম্বর জাতীয় সড়কে এই বাড়তি ১৯ কিলোমিটার রাস্তা তৈরিতে খরচ হয়েছে ২ হাজার ৪৪৭ কোটি টাকা। বারানসী রাজঘাটে কার্তিক পুর্ণিমায় আলোর উত্সবে প্রধানমন্ত্রীর পদার্পণ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি।
আরও পড়ুন: ভ্যাকসিন সম্পর্কে প্রধানমন্ত্রী এত খুঁটিনাটি খোঁজখবর রাখেন জেনে আশ্চর্য হয়েছি: সেরাম সিইও
এখানে বিশেষ গঙ্গা আরতিতে নদীর দুপাশে একসঙ্গে ১১ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। পাশাপাশি কাশী বিশ্বনাথ মন্দিরের সংস্কার কাজের অগ্রগতি খতিয়ে দেখার কথা প্রধানমন্ত্রীর। সারনাথ ঐতিহাসিক সৌধে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবেন তিনি। যে শোয়ের সূচনা তিনি নিজেই নভেম্বরের গোড়ায় করে গিয়েছিলেন।