Delhi Assembly Election 2025 Results: দিল্লির মুখ্যমন্ত্রী পদে এবার সুষমা স্বরাজের মেয়ে বাঁশরী! তালিকায় রয়েছেন আর কারা...
Delhi Assembly Election 2025 Results: বিজেপির টিকিটে এবার দিল্লি থেকে জিতেছেন ৪ মহিলা। তার পরেও নাম রয়েছে দলের দুই সাংসদের
![Delhi Assembly Election 2025 Results: দিল্লির মুখ্যমন্ত্রী পদে এবার সুষমা স্বরাজের মেয়ে বাঁশরী! তালিকায় রয়েছেন আর কারা... Delhi Assembly Election 2025 Results: দিল্লির মুখ্যমন্ত্রী পদে এবার সুষমা স্বরাজের মেয়ে বাঁশরী! তালিকায় রয়েছেন আর কারা...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/11/520743-5.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অরবিন্দ কেজরিওয়ালের পর এবার দিল্লি শাসন করছেন আতিসি মার্লেন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসে এবার কোনও মহিলাকেই দিল্লির মুখ্যমন্ত্রী পদ বসাতে চলেছে বিজেপি? এমনই এক জল্পনা ঘুরে বেড়াচ্ছে রাজধানীর রাজনৈতিক মহলে। এবার বিজেপির ৪ মহিলা প্রার্থী ভোটে জিতেছেন। তাদের মধ্যে থেকেই কি কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে? কিন্তু তালিকায় রয়েছে কারা?
আরও পড়ুন-আজও কানে বাজে বাবার সেইসব কথা, হারানোর শোক সামলে জীবনের প্রথম বড় পরীক্ষায় বসল মেয়ে
অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছেন প্রবেশ ভার্মা। জায়ান্ট কিলার প্রবেশকে মুখ্যমন্ত্রী করা হবে, এমন কথাও শোনা যাচ্ছে। তবে দিন যত গড়াচ্ছে ততই কোনও মহিলাকে এবার মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে শোনা যাচ্ছে। বিজেপির টিকিটে যারা এবার ভোটে জিতেছেন তারা হলেন, রেখা গুপ্তা, পুনম শর্মা, শিখা রায় ও নীলম পহেলওয়ান। এদের পাশাপাশি আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন স্মৃতি ইরানি ও সুষমা স্বরাজের মেয়ে বাঁশরী স্বরাজ। বাঁশরী বর্তমানে বিজেপি এমপি। জেনে নিন দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন কারা?
বাঁশরী স্বরাজ
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশরী স্বরাজ। বর্তমানে দিল্লির সাংসদ বাঁশরীর একটা ভালো প্রভাব রয়েছে বিজেপিতে। এখনও দেখার বিষয় হল বিজেপি একজন যোগ্য প্রার্থীকে মুখ্যমন্ত্রী করে কিনা। নাকি পরিবারতন্ত্র বলে বাঁশরীকে দূরে সরিয়ে রাখে।
স্মৃতি ইরানি
গত লোকসভা ভাটে আমেঠিতে হেরেছেন স্মৃতি ইরানি। কিন্তু স্মৃতির পাশে রয়েছেন বিজেপির একাংশ। তাদের দাবি, স্মৃতিকেই করা হোক সিএম। তারপর তাকে কোথাও থেকে জিতিয়ে আনো হোক।
রেখা গুপ্তা
রেখা গুপ্তা হারিয়েছেন আপের বন্দনা কুমারীকে হারিয়েছেন শালিমার বাগ কেন্দ্রে। জিতেছেন ২৯,৫৯৫ ভোটে।
পুনম শর্মা
ওয়াজিরপুর কেন্দ্র থেকে আপের রাজেশ শর্মাকে হারিয়েছেন পুনম শর্মা। তিনি তাঁর বিপক্ষকে হারিয়েছে ১১ হাজারের বেশি ভোটে।
শিখা রয়
গ্রেটার কৈলাস কেন্দ্রে শিখা হারিয়েছেন আপের সৌরভ ভরদ্বাজকে হারিয়েছেন ৩ হাজার ভোটে। এর আগে তিনি ২ বারের বিজেপি কাউন্সিল ছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)