R G Kar Case: শিয়ালদহ আদালতে সঞ্জয়ের যাবজ্জীবন, সুপ্রিম কোর্টে আজ আর জি কর মামলার শুনানি
R G Kar Case: ইতিমধ্য়েই শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে যাবজ্জীবন সাজা দিয়েছে। কিন্তু সেই শাস্তি পছন্দ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর জি কর হাসপাতালের তরুণী চিকিত্সকের ধর্ষণ ও খুনের মামলায় দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। এই মামলাকে বিরল থেকে বিরলতম বলে মানতে রাজি নন বিচারক। ফলে ফাঁসি নয় আমৃত্যু কারাদণ্ডই দেওয়া হয়েছে সঞ্জয়কে। এর মধ্যেই আজ সুপ্রিম কোর্টে সুয়ো মোটো মামলার শুনানি হবে। মামলাটি উঠবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে। পাশাপাশি তদন্তে গলদ রয়েছে বলে যে আবেদন নির্যাতিতার পরিবার করেছিল, সেই মামলারও শুনানি হবে।
আরও পড়ুন-যাবজ্জীবন সাজায় ক্ষুব্ধ মমতা, সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে সরকার!
গত বছর ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয় এক তরুণী চিকিত্সককে। এনিয়ে সুপ্রিম কোটে দুটি মামলা হয়েছে। একটি হল মহিলাকে খুন ও ধর্ষণের মামলা এবং অন্যটি হল আরজি করে বিভিন্ন স্তরের আর্থিক দুর্নীতি মামলা। ওই দুই মামলাই আজ শুনবে সর্বোচ্চ আদালত। গত বছর ১৮ অগাস্ট স্বতঃপ্রণোদিত হয়েই মামলা শুনবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য়, গত শনিবার আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে শিয়ালদহ আদালত। তার পরেই বিভিন্ন মহল প্রশ্ন উঠেছে যাবজ্জীবন কেন, মৃত্যুদণ্ড নয় কেন? এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্ষোভ মুখ্যমন্ত্রীও। গতকালই তিনি জানিয়েছেন, সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের আবেদন নিয়ে হাইকোর্টে আবেদন করবে রাজ্য সরকার। যাবজ্জীবন সাজা ঘোষণার পরই রায়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতা স্পষ্ট জানান, 'আমি রায়ে সন্তুষ্ট নই!' সিবিআইকে বিঁধে মমতা আরও বলেন, 'আমরা প্রথমদিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম। এবং আজও আমরা সেই দাবিতেই অনড়। কিন্তু আদালতের রায় নিয়ে সেই বিষয়ে কী বলবেন জানি না। আমার দলের কথা বলতে পারি। আমরা তিনটে কেসে ৫৪ দিন থেকে ৬০ দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। আমরা এটাই বলেছিলাম। আমাদের হাতে মামলা থাকলে অনেক আগেই ফাঁসির অর্ডার করিয়ে দিতাম। আমাদের হাত থেকে কেসটা ইচ্ছা করে নিয়ে নেওয়া হল।' বুধবার এনিয়ে রাজ্যের আবেদনের শুনানি হতে পারে কলকাতা হাই কোর্ট। মঙ্গলবারই কলকাতা হাই কোর্ট এনিয়ে আবেদন করেছিল রাজ্য সরকার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)