মধ্যপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত ১২

কেরলের সাবরিমালা, উত্তরাখণ্ডের হরিদ্বারের পর এবার মধ্যপ্রদেশের রতলাম! ধর্মীয় উত্‍সবে পদপিষ্ট হয়ে মৃত্যুর ধারা অব্যাহত। শনিবার ভোররাতের এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের।

Updated By: Jan 14, 2012, 04:27 PM IST

কেরলের সাবরিমালা, উত্তরাখণ্ডের হরিদ্বারের পর এবার মধ্যপ্রদেশের রতলাম! ধর্মীয় উত্‍সবে পদপিষ্ট হয়ে মৃত্যুর ধারা অব্যাহত। শনিবার ভোররাতের এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। আহতদের মধ্যে অনেকের আঘাত গুরুতর হওয়ায় মৃতের তালিকা দীর্ঘতর হওয়ার সম্ভাবনা প্রবল।
মধ্যপ্রদেশের রতলাম জেলার জাওরার কাছে হুসেন টেকরিতে প্রতি বছর চেলাম অনুষ্ঠানে যোগ দিতে আসেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। মহরমের কিছু দিন পর পালিত হয় এই ধর্মীয় অনুষ্ঠান। আগুনের ওপর দিয়ে হেঁটে পুণ্যার্জনের চেষ্টা করেন তীর্থযাত্রীরা। কিন্তু অনুষ্ঠানে অংশ নিতে এসে হুসেন টেকরির মূল প্রাঙ্গনে ঢোকার সময়েই হুড়োহুড়ি পড়ে যায়। আগুনে হেঁটে বের হওয়ার রাস্তা সরু হওয়ায় শুরু হয় ধাক্কাধাক্কি। এ সময় পুলিস লাঠি চালায় বলে অভিযোগ। সঙ্কীর্ণ পরিসর থেকে বেরনোর জন্য হুড়হুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান ১২ জন।
রাজ্য প্রশাসনের তরফে পুরো বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মৃতদের পরিবারকে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। উল্লেখ্য, গত বছরের জানুয়ারি মাসে কেরলের সাবারিমালা মন্দিরের মকরজ্যোতি উত্‍সবে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় শতাধিক তীর্থযাত্রীর। এর পর গত নভেম্বরে হরিদ্বারে হর কি পৌড়ির কাছে গায়ত্রী সংঘের শান্তিকুঞ্জ আশ্রমে একটি অনুষ্ঠানে ভিড়ের চাপে মৃত্যু হয় ২৩ জন পূণ্যার্থীর।

.