মধ্যপ্রদেশে হোয়াইট ওয়াশ কংগ্রেস, অক্ষুন্ন রইল শিবরাজ সিং চহ্বানের দূর্গ

মধ্যপ্রদেশে দুর্গ ধরে রাখল বিজেপি। শুধু দুর্গ ধরে রাখলই নয়। রাজস্থানের মতো মধ্যপ্রদেশেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পদ্মফুল ফোটাল দল। ইতিমধ্যেই ১৫৫টি আসন পেয়েছে গেরুয়া শিবির।

Updated By: Dec 8, 2013, 05:20 PM IST

মধ্যপ্রদেশে দুর্গ ধরে রাখল বিজেপি। শুধু দুর্গ ধরে রাখলই নয়। রাজস্থানের মতো মধ্যপ্রদেশেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পদ্মফুল ফোটাল দল। ইতিমধ্যেই ১৫৫টি আসন পেয়েছে গেরুয়া শিবির।

শিবরাজ সিং চহ্বানের দুর্গে কেন আঁচড় কাটতে পারল না কংগ্রেস ? উচ্ছ্বসিত বিজেপি শিবির বলছে, উন্নয়নের ধবজা উড়িয়ে ছিল চহ্বান সরকার। ইভিএমে তারই ছাপ পড়েছে। বিজেপির এই সাফল্যের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগের দুবারের মতো এবারেও উন্নয়নের জন্য কাজ করে যাবেন বলেও জানিয়েছেন শিবরাজ সিং চহ্বান।

দলের নীচু তলার কর্মী থেকে শীর্ষ নেতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ২০১৪ -এর লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশ থেকেই সবচেয়ে বেশি সংখ্যক সাংসদ দল পাবে বলে আশাবাদী শিবরাজ সিং চহ্বান। কেন্দ্রে বিজেপি সরকার গঠন করতে পারবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

.