Vinayak Damodar Savarkar: 'প্রতিদিন বুলবুল পাখির পিঠে চেপে আন্দামান থেকে মাতৃভূমিতে আসতেন সাভারকর'
ভারতের স্বাধীনত সংগ্রামে সাভারকরের ভূমিকা নিয়ে বরাবরই আরএসএস-কে আক্রমণ করে আসছে কংগ্রেস-বাম-সহ অন্যান্য বিরোধীরা। যা বারবার খণ্ডন করেছে বিজেপি। তবে এবার কর্ণাটকের অষ্টম শ্রেণির বইতে যা লেখা হয়েছে, তার কোনও বিজ্ঞানসম্মত ব্যাখ্যাই খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কর্ণাটকের বিজেপি সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ। অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকে বিনায়ক দামোদর সাভারকর (Vinayak Damodar Savarkar)-কে নিয়ে একটি অংশে ইতিহাস বিকৃতির অভিযোগ। গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব বিরোধীরা।
কী লেখা হয়েছে অষ্টম শ্রেণির ওই পাঠ্যপুস্তকে?
ওই অধ্য়ায়ের একটা অংশে নাকি লেখা হয়েছে 'আন্দামান জেলে নিশ্ছিদ্র নিরাপত্তা ছিল। প্রতিদিন একটা বুলবুল পাখি সাভারকরের সেলে আসত। প্রতিদিন পাখিটির পিঠে চেপে জেল থেকে মাতৃভূমিতে আসতেন সাভারকর।'
ভারতের স্বাধীনত সংগ্রামে সাভারকরের ভূমিকা নিয়ে বরাবরই আরএসএস-কে আক্রমণ করে আসছে কংগ্রেস-বাম-সহ অন্যান্য বিরোধীরা। যা বারবার খণ্ডন করেছে বিজেপি। তবে এবার কর্ণাটকের অষ্টম শ্রেণির বইতে যা লেখা হয়েছে, তার কোনও বিজ্ঞানসম্মত ব্যাখ্যাই খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা।