Uttarakhand Accident: ফের বেপরোয়া গতির বলি! ট্রাকের সঙ্গে ধাক্কায় মৃত্যু ৬ পড়ুয়ার...
Uttarakhand Accident: দুর্ঘটনায় মৃত পড়ুয়াদের বডি পাঠানো হয় দুন হাসপাতালে। আর এই ঘটনায় আহত একজনকে পাঠানো হয় মহান্ত ইন্দ্রেশ হাসপাতালে। ঘটনাস্থলে পরিস্থিতি সামালায় পুলিস। মৃতদের মধ্যে ছেলে এবং মেয়ে উভয়েই ছিলেন। বেশিরভাগ দিল্লি এবং হিমাচল প্রদেশের বাসিন্দা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মর্মান্তিক পথ দুর্ঘটনা উত্তরাখণ্ডের দেহরাদুনে। পুলিস সূত্রে জানা যাচ্ছে, দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে ছয় পড়ুয়ার। মঙ্গলবার ভোররাতে ওএনজিসি'র কাছে একটি ট্রাকের সঙ্গে ইনোভার মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনার তীব্রতা এত বেশি ছিল গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। জানা গিয়েছে, গাড়িতে সবাই পড়ুয়া ছিল। তাঁরা সবাই প্রাইভেট কলেজের পড়ুয়া। ঘটনার পর থেকেই পলাতক ট্রাক চালক। ঘটনাস্থল থেকে উদ্ধার কড়া হয়েছে ট্রাকটিকে।
দুর্ঘটনায় মৃত পড়ুয়াদের বডি পাঠানো হয় দুন হাসপাতালে। আর এই ঘটনায় আহত একজনকে পাঠানো হয় মহান্ত ইন্দ্রেশ হাসপাতালে। ঘটনাস্থলে পরিস্থিতি সামালায় পুলিস। মৃতদের মধ্যে ছেলে এবং মেয়ে উভয়েই ছিলেন। বেশিরভাগ দিল্লি এবং হিমাচল প্রদেশের বাসিন্দা। তাঁদের মধ্যে ছিলেন গুনিত (১৯), কামাক্ষী (২০), নভ্য গোয়াল (২৩), রিশাব জৈন (২৪), কুণাল কুকরেজা (২৩) এবং অতুল আগারওয়ালা (২৪)। এবং তাঁদের মধ্যে একজন আহত পড়ুয়া সিদ্ধেশ আগারওয়ালা দেহরাদুনের বাসিন্দা। কীভাবে ঘটল গোটা ঘটনাটি তারই তদন্ত করছে পুলিস।
আরও পড়ুন: India First Hydrogen Train: ভারতে এবার দৌড়বে হাইড্রোজেন ট্রেন, কবে থেকে চালু-গতি কত...
গত এক দশকে সমস্ত দেশে পথের বলি ১৫ লক্ষ। প্রসঙ্গত, বুধবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক স্কুলপড়ুয়ার। সল্টলেকে ২ নম্বর গেটের সামনে দুর্ঘটনা। ঘটনার পর রীতিমত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বেপরোয়া দুটি বাসের রেষারেষিতে দুর্ঘটনা। স্কুটি করে স্কুলপড়ুয়াদের নিয়ে বাড়ি ফিরছিলেন অভিভাবক। সেইসময়ই স্কুটিতে ধাক্কা মারে বেপরোয়া বাস। সল্টলেক ২ নম্বর গেটের সামনে এই পথ দুর্ঘটনায় আহত হয় ২ স্কুলপড়ুয়া সহ মোট ৩ জন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে এক পড়ুয়ার মৃত্যু হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)