হতাশা না ছড়ালে কিছু লোকের রাতে ঘুম আসে না, বিরোধীদের খোঁচা মোদীর
ওয়েব ডেস্ক: আর্থিক বৃদ্ধি নিয়ে বিরোধী ও অর্থনীতিবিদদের সমালোচনা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে আইসিএসআই-এর স্বর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর খোঁচা, “এই প্রথমবার জিডিপি ৫.৭ শতাংশে নেমে যায়নি। হতাশা না ছড়ালে কিছু লোকের রাতের ঘুম আসে না। খালি হবে না, হবে না করে যায় তারা।”
#WATCH PM Narendra Modi replies to critics of the government. pic.twitter.com/Knr2yYjOpZ
— ANI (@ANI) October 4, 2017
মোদী আরও বলেন, “আগের সরকারের ৬ বছরে আটবার জিডিপি ৫.৭ শতাংশে ছিল। একটা সময়ে পাঁচ শতাংশে নেমে গিয়েছিল জিডিপি। তখন বড় বড় অর্থনীতিবিদরা কী করছিলেন?”
RBI has predicted 7.7% growth in the coming quarters: PM Narendra Modi in Delhi pic.twitter.com/1Vtth1abUW
— ANI (@ANI) October 4, 2017
After achieving average growth of 7.5% over 3 years, we accept that growth rates came down April-June but govt is committed to reverse it-PM pic.twitter.com/wtSZkXlvwA
— ANI (@ANI) October 4, 2017
প্রধানমন্ত্রীর কথায়,”নোট বাতিলের পর নগদ ও জিডিপির অনুপাত ৯ শতাংশ। তার আগে ছিল ১২ শতাংশ। তিন বছর ধরে ৭.৫ শতাংশ আর্থিক বৃদ্ধি ধরে রেখেছিল সরকার। গত ত্রৈমাসিকেই তা ৫.৭ শতাংশে নেমে এসেছে। তবে সরকার এই অবস্থা বদলাতে বদ্ধপরিকর। আমি আশ্বস্ত করতে চাই, দেশকে এগিয়ে নিয়ে যেতে সরকার উপযুক্ত পদক্ষেপ করছে।"
I have told the GST council to review the problems being faced by traders & we are willing to make changes as per the suggestions: PM Modi pic.twitter.com/yBUHgquOAy
— ANI (@ANI) October 4, 2017
I assure that the steps being taken by the government will put the country in a new league of development: PM Narendra Modi pic.twitter.com/9yMbclvrVC
— ANI (@ANI) October 4, 2017
মোদী আরও বলেন,'আর্থিক সংস্কারের গান যারা গায়, তাদের বলতে চাই, সরকার ২১টি ক্ষেত্রে ৮৭টি ছোট-বড় সংস্কার করেছে।”
Reform-reform ke geet gaane walon ko main batana chahta hu ke 21 sectors se jude 87 chhote-bade reforms iss sarkar ne laagu kiye: PM Modi pic.twitter.com/Wgz3JwmNeF
— ANI (@ANI) October 4, 2017
নরেন্দ্র মোদীর দাবি, গাড়ি বিক্রি, বিমানের যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বেড়েছে মোবাইলের গ্রাহক সংখ্যাও।