গো-রক্ষার নামে গুন্ডামি করলে রেয়াত নয়, আরও কড়া বার্তা প্রধানমন্ত্রীর

Updated By: Jul 16, 2017, 05:54 PM IST
গো-রক্ষার নামে গুন্ডামি করলে রেয়াত নয়, আরও কড়া  বার্তা প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক : ''গো-রক্ষার নামে গুন্ডামি করলে এবার রেয়াত করা হবে না।'' আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ভাষায় গো-রক্ষকদের বার্তা দিলেন। আগামীকাল থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। সেখানে 'গো-হত্যার' নাম করে দেশজুড়ে একাধিক গণহত্যার ঘটনা সহ কাশ্মীর পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে চাপ তৈরি করতে পারে বিরোধীরা। অধিবেশন উত্তাল হওয়ার সম্ভাবনা। বিরোধীদের দাবি, এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলের জন্যই শেষ মুহূর্তে এই বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী।

কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার আজ সর্বদল বৈঠকের পর সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন গো-রক্ষার জন্য আইন তৈরি হয়েছে দেশে। তাই সেই আইন ভাঙলে যেমন সাজা মিলবে, তেমনই গো-রক্ষার নামে গুন্ডামি করলেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আর এই অপরাধমূলক কাজের সঙ্গে যারা যুক্ত থাকবে তারা কোনও রাজনৈতিক দলের সদস্য হলেও তাকে রেয়াত করা হবে না।

এদিনের সর্বদল বৈঠকে বিরোধী দলগুলির সঙ্গে GST নিয়েও দীর্ঘ আলোচনা হয়।

আরও পড়ুন- SBI-এ 'এই ৪টি অ্যাকাউন্টে,' 'মিনিমাম ব্যালেন্স' লাগে না!

.