সতর্ক না হলেই সর্বনাশ; ভারতে সাইবার হানার ছক কষেছে চিনা মদতপুষ্ট হ্যাকাররা, হুঁশিয়ারি সিঙ্গাপুরের সংস্থার

ওই হানার কথা মাথায় রেখেই কেন্দ্র ৫১টি চিনা বা চিনের সঙ্গে সম্পর্কযুক্ত অ্যাপ ব্যবহার না করার পরামর্শ দিয়েছে কেন্দ্র

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Jun 22, 2020, 01:04 PM IST
সতর্ক না হলেই সর্বনাশ; ভারতে সাইবার হানার ছক কষেছে চিনা মদতপুষ্ট হ্যাকাররা, হুঁশিয়ারি সিঙ্গাপুরের সংস্থার
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: সীমান্তে হামলার পর এবার সাইবার দুনিয়ায় আগ্রাসন। করোনা ভাইরাস নিয়ে সতর্কতা দেওয়ার আড়ালে সাফ করা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যক্তিগত তথ্য।

ভারতে সাইবার হানার পরিকল্পনা করেছে চিনা সেনার মদতপুষ্ট দুটি হ্যাকার গোষ্ঠী। এর জন্য ভারতকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এমনই সতর্কবার্তা দিয়েছে, সিঙ্গাপুরের সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থা সাইফার্মা।

আরও পড়ুন-পুরীর রথযাত্রার ওপরে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করুন, সুপ্রিম কোর্টে আর্জি ভিএইচপির

ওই দুই হ্যাকার গোষ্ঠীর তালিকায় রয়েছে সাতটি দেশ। তার মধ্যে ভারতও রয়েছে।  বিভিন্ন  সংস্থা ও ব্যক্তিগত ই-মেইল আইডিতে মেইল করে কোনও একটি ওয়েবসাইটে যেতে বলবে। আর সেই প্রলোভনে পা দিয়ে কোনও তথ্য দিলেই বিপদ।

সাইফার্মার চেয়ারম্যান কুমার রীতেশ জানিয়েছেন, স্টোন পান্ডা ও গথিক পান্ডা নামে ওই দুই সাইবার গোষ্ঠী হামলা চালানোর পরিকল্পনা করেছে। এর টর নামে একটি ব্রাউজার ব্যবহার করা হচ্ছে। প্রসঙ্গত ওই হানার কথা মাথায় রেখেই কেন্দ্র ৫১টি চিনা বা চিনের সঙ্গে সম্পর্কযুক্ত অ্যাপ ব্যবহার না করার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন-বিকেলে আচমকাই কেঁপে উঠল মিজোরাম, কম্পন টের পাওয়া গেল উত্তরপূর্বের বহু জায়গায়

সিঙ্গাপুরেরর ওই সংস্থার আশঙ্কা, দেশের বেশ কয়েকটি মিডিয়া সংস্থা ছাড়াও দেশের বড় টেলিকম সংস্থা গুলিকে নিশানা করতে পারে হ্যাকাররা।

.