এবার গানবিলাসি হয়ে রেল সফর, সৌজন্যে পূর্ব রেলওয়েজ
গানে গানে রেলসফর। নতুন বছরে এমনই অভিনব উপহার পেশ করতে চলেছে পূর্ব রেল। সকালে রবীন্দ্রসঙ্গীতের সুরে ঘুম ভাঙবে যাত্রীদের । আর সন্ধে নামলেই পুরনো হিন্দি গানের মেলোডিতে ডুবে যাওয়ার হাতছানি। আপাতত সুরেলা এই রেলসফর চালু হচ্ছে তিনটি ট্রেনে।
ব্যুরো: গানে গানে রেলসফর। নতুন বছরে এমনই অভিনব উপহার পেশ করতে চলেছে পূর্ব রেল। সকালে রবীন্দ্রসঙ্গীতের সুরে ঘুম ভাঙবে যাত্রীদের । আর সন্ধে নামলেই পুরনো হিন্দি গানের মেলোডিতে ডুবে যাওয়ার হাতছানি। আপাতত সুরেলা এই রেলসফর চালু হচ্ছে তিনটি ট্রেনে।
ট্রেন নিয়ে গান হয়েছে। কিন্তু ট্রেনে গান, তাও আবার দুরপাল্লার দূর যাত্রায় সুর!
এবার গানে গানে ট্রেনযাত্রার উদ্যোগ নিচ্ছে পূর্ব রেল।
সকালে উঠে বাঙালির প্রিয় রবীন্দ্রসঙ্গীত তো সন্ধেবেলা পুরনো হিন্দি সিনেমার নস্টালজিয়া।
সুরের পথে ট্রাফিকের পর ট্রেন। প্রশ্ন,মানুষ কেমন নেবেন?