দেশে প্রতিবছর ৫ লাখ পথ দুর্ঘটনায় প্রাণ হারান দেড় লাখ মানুষ
Updated By: Jul 27, 2017, 04:15 PM IST
ওয়েব ডেস্ক : দেশে প্রতিবছর ৫ লাখ পথ দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় প্রাণ হারান দেড় লাখেরও বেশি মানুষ। এক লোকসভায় বিবৃতি পেশ করে জানালেন সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি। তিনি আরও বলেন, গত তিন বছরে পথ দুর্ঘটনার হার ৪ শতাংশ বেড়েছে। সারা দেশে যত ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয়েছে, তার মধ্যে ৩০ শতাংশ ফালতু।
লোকসভায় এক প্রশ্নের উত্তরে একথা জানান গড়কড়ি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, দেশজুড়ে ব্রিজ ও কালভার্টগুলির স্বাস্থ্য পরীক্ষার পর দেখা গেছে মোট ১৪৭টি ব্রিজ বেহাল দশায় রয়েছে। যার মধ্যে ৩৩টি ব্রিজের অবস্থা খুবই রুগণ। প্রায় ১৬০০-রও বেশি ব্রিজ ১০০ বছরের পুরনো। সেগুলি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
আরও পড়ুন,