নৌবাহিনীর হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি সর্ববৃহৎ রণতরী আইএনএস কলকাতা তুলে দিলেন প্রধানমন্ত্রী

আজ মুম্বইয়ে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি ভারতের সর্ববৃহৎ রণতরী আইএনএস কলকাতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের টেকনোলজি ব্যভার করে এদেশের ইঞ্জিনিয়ার ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই যুদ্ধ জাহাজ তৈরি করেছেন।   

Updated By: Aug 16, 2014, 11:56 AM IST
নৌবাহিনীর হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি সর্ববৃহৎ রণতরী আইএনএস কলকাতা তুলে দিলেন প্রধানমন্ত্রী

মুম্বই: আজ মুম্বইয়ে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি ভারতের সর্ববৃহৎ রণতরী আইএনএস কলকাতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের টেকনোলজি ব্যভার করে এদেশের ইঞ্জিনিয়ার ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই যুদ্ধ জাহাজ তৈরি করেছেন।   

আনুষ্ঠানিক ভাবে নৌবাহিনীর হাতে এই  ছহাজার আটশ টনের রণতরীটি তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  ১১ বছর ধরে  সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি হয়েছে এই অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ জাহাজ।  আইএনএস কলকাতা তৈরি হয়েছে অ্যান্টি সাবমেরিন প্রযুক্তিতে। গত মাসেই এই প্রযুক্তি ভারতীয় নৌসেনার হাতে  এসেছে। এছাড়া  এই রণতরী থেকে ব্রহ্ম মিসাইল ব্যবহার করা যাবে।  আজ মুম্বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান।   

''ভারতীয় নৌবাহিনীতে আইএনএস কলকাতার অন্তর্ভুক্তি সারা বিশ্বের কাছে ভারতীয় প্রজ্ঞার বার্তা বহন করবে।'' উদ্বোধন মঞ্চে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী মোদী।

 

.