Junior Doctors strike: আন্দোলন অধিকার হলে চিকিত্‍সা দেওয়াও ওঁদের বাধ্যতা! কর্মবিরতির জেরে মামলার মুখে জুনিয়াররা...

RG Kar protest: কর্মবিরতিকে বেআইনি আখ্যা দিয়ে এখনই ডাক্তারদের কাজে যোগ দেওয়ানোর জন্য রাজ্যে সরকারকে নির্দেশ দিতে মামলায় আবেদন করা হয়েছে। জরুরি ভিত্তিতে শুনানির জন্য শুক্রবার প্রধান বিচারপতির এজলাসে উত্থাপন করা হবে।

Updated By: Oct 3, 2024, 07:27 PM IST
Junior Doctors strike: আন্দোলন অধিকার হলে চিকিত্‍সা দেওয়াও ওঁদের বাধ্যতা! কর্মবিরতির জেরে মামলার মুখে জুনিয়াররা...
ফাইল ছবি

অর্ণবাংশু নিয়োগী: আরজি করের ঘটনার পর জুনিয়র ডাক্তারদের টানা কর্মবিরতি নিয়ে এবার জনস্বার্থ মামলা হলো হাইকোর্টে। একটি স্বেচ্ছাসেবি সংগঠনের তরফে দায়ের করা মামলায় এই কর্মবিরতিকে বেআইনি আখ্যা দিয়ে এখনই ডাক্তারদের কাজে যোগ দেওয়ানোর জন্য রাজ্যে সরকারকে নির্দেশ দিতে মামলায় আবেদন করা হয়েছে। মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য শুক্রবার প্রধান বিচারপতির এজলাসে উত্থাপন করা হবে।

আরও পড়ুন, R G Kar Statue: আরজি করে নির্যাতিতার ভাস্কর্য নিয়ে বিতর্ক! 'অভয়ার কান্না'র ব্যাখ্যা দিলেন শিল্পী-চিকিত্‍সকরা...

ডাক্তারদের আন্দোলনের অধিকার যেমন আছে তেমন চিকিৎসা দেওয়া তাদের দায়িত্ব। আর সেই দায়িত্ব তারা শপথ গ্রহণ করে নিয়েছেন। তাই সেই দায় তারা এড়াতে পারেন না বলে অভিযোগ তলা হয়েছে মামলায়। একইসঙ্গে এই আন্দোলনের জন্য যে আর্থিক অনুদান আসছে তার নয়ছয়ের আশঙ্কা করা হয়েছে মামলায়। ফলে সেই টাকার হিসেব নেওয়ারও আবেদন করা হয়েছে আদালতের কাছে।

তাহলে পুজোয় কর্মবিরতি নিয়ে সুর নরম? 'সবটা নিয়েই আলোচনা হবে'। আন্দোলনের রূপরেখা ঠিক করতে বৈঠকে জুনিয়র ডাক্তাররা। বৈঠকে যোগ দিয়েছেন সিনিয়র ডাক্তার। সাগর দত্ত মেডিক্যাল কলেজে ডাক্তার ও নার্সদের উপর হামলার ফের কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। তারপর ধর্মতলায় অনুষ্ঠিত হয় মহাসমাবেশও।

সেই মহাসমাবেশ থেকে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের বক্তব্য, 'রোগী, ডাক্তার একপক্ষ। উল্টো পাশে সরকার পক্ষ। সিবিআই দায়িত্ব নেওয়ার পর কত কেস অমীমাংসিত! আন্দোলন না চালালে সেটিং হয়ে যাবে'। সঙ্গে হুঁশিয়ারি, 'প্রয়োজন হলে দিল্লি যাব। সুপ্রিম কোর্ট যেন মনে রাখে আমাদের দমিয়ে রাখা যাবে না'।

আরও পড়ুন, Junior Doctors strike:'আন্দোলন চলুক, কর্মবিরতি থেকে সরে আসুক', জুনিয়রদের সঙ্গে এবার বৈঠকে সিনিয়ররা! 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.