ছত্তিশগড়ে মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে গুলি মাওবাদীদের
মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে গুলি চালালো মাওবাদীরা। ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের কোন্ডাগাঁও জেলায়। বৃহস্পতিবার রাতে নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী লতা উসেনদির বাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাওবাদীরা। মন্ত্রীর বাড়ির সামনে পাহারায় থাকা এক রক্ষীর গায়ে গুলি লাগে।
মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে গুলি চালালো মাওবাদীরা। ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের কোন্ডাগাঁও জেলায়। বৃহস্পতিবার রাতে নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী লতা উসেনদির বাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাওবাদীরা। মন্ত্রীর বাড়ির সামনে পাহারায় থাকা এক রক্ষীর গায়ে গুলি লাগে। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত রক্ষীর নাম নরসিং মারকম। ওই রক্ষীর ইনসাস রাইফেলটি ছিনতাই করে নিয়ে গেছে হামলাকারীরা।
বৃহস্পতিবার রাতে মন্ত্রীর বাড়ির সামনে দিয়ে বাইকে চেপে যাওয়া সময় গুলি ছুঁড়তে শুরু করে মাওবাদীরা। হামলার সময় বাড়িতে ছিলেন না মন্ত্রী। তাঁর আত্মীয়রা সেসময় বাড়িতে থাকলেও কেউই আহত হননি বলে জানিয়েছে পুলিস। হামলার পরই এলাকায় নিরাপত্তাবাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে। মাওবাদীদের কোনও ছোট গোষ্ঠী এই হামলার পিছনে রয়েছে বলে পুলিসের অনুমান।