লোকসভা ভোটের সময় নাশকতা চালাতে পারে মাওবাদীরা, সতর্কতা স্বরাষ্ট্রমন্ত্রকের

লোকসভা ভোটের সময় নাশকতা চালাতে পারে মাওবাদীরা। আট রাজ্যে সতর্ক বার্তা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিসগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। এই আটটি রাজ্যে সতর্কবার্তা পাঠিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, রাজনৈতিক নেতাকর্মী ও নিরাপত্তারক্ষীরাই মাওবাদীদের টার্গেট।

Updated By: Feb 19, 2014, 08:31 AM IST

লোকসভা ভোটের সময় নাশকতা চালাতে পারে মাওবাদীরা। আট রাজ্যে সতর্ক বার্তা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিসগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। এই আটটি রাজ্যে সতর্কবার্তা পাঠিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, রাজনৈতিক নেতাকর্মী ও নিরাপত্তারক্ষীরাই মাওবাদীদের টার্গেট।

গত নভেম্বরে ছত্তিসগড় মাওবাদীদের ভোট-বয়কট কর্মসূচি কাজে না আসাতেই নাশকতার ছক কষা হচ্ছে বলে খবর। সেই সঙ্গে গত বছর বেশ কয়েকজন মাও নেতার মৃত্যু ও গ্রেফতারির প্রতিশোধ নেওয়ার জন্যও মাও নাশকতা চালানো হতে পারে।

এমন সতর্কতার পর বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও বলে হয়েছে। এই আট রাজ্যে মাওবাদীদের নাশকতা চালানোর ছকও কষাও পুরো তৈরি বলে জানানো হয়েছে।

.