দিল্লি থেকে ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট

Updated By: Aug 12, 2017, 07:38 PM IST
দিল্লি থেকে ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট

ওয়েব ডেস্ক : দিল্লি থেকে কলকাতা ফেরার পথে বিমান বিভ্রাটে পড়তে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রযুক্তিগত ত্রুটির জন্য প্রায় আড়াই ঘণ্টা ধরে দিল্লি বিমানবন্দরে আটকে থাকতে হল তাঁকে। সঙ্গে ছিলেন প্রায় ২৫০ যাত্রী।

তিনদিনের দিল্লি সফরে গিয়েছিলেন মমতা। সেখানে সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক করেন তিনি। আজ দুপুর ২টো ২০ মিনিটের এয়ার ইন্ডিয়ার বিমানে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু, আড়াইশো যাত্রী বিশিষ্ট ওই ড্রিমলাইনারে বসার পর বোঝা যায় কিছু সমস্যা রয়েছে তাতে। অভিযোগ , কিছু পর থেকেই বোঝা যায় বিমানের এসি মেশিনও কাজ করছে না। একপ্রকার দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয় তাতে।

অবশেষে প্রায় আড়াই ঘণ্টা পর বিকেল পাঁচটা নাগাদ অন্য একটি বিমানে যাত্রীদের রওনা করানো হয়। ঘটনার তদন্ত করবে এয়ার ইন্ডিয়া।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর সভার পরের দিনই হুড়মুড় করে ভেঙে পড়ল মঞ্চ

.