উত্তরপ্রদেশে সপা-বসপা আসন রফা পাকা, অখিলেশের সিদ্ধান্তে গোঁসা মুলায়মের

 ৮০টি আসনের মধ্যে ৩৭টি আসনে লড়াই করবে সমাজবাদী পার্টি। বসপা প্রার্থী দেবে ৩৮টি আসনে। 

Updated By: Feb 21, 2019, 11:51 PM IST
উত্তরপ্রদেশে সপা-বসপা আসন রফা পাকা, অখিলেশের সিদ্ধান্তে গোঁসা মুলায়মের

নিজস্ব প্রতিবেদন: আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরপ্রদেশে আসন বণ্টন পাকা করলেন মায়াবতী-অখিলেশ। বৃহস্পতিবার প্রেস বিবৃতি জারি করে, কার ভাগে কোন আসনগুলি পড়েছে, তা জানিয়ে দিল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি। অমেঠি ও রায়বরেলি আসন দুটি কংগ্রেসকে ছেড়ে দিয়েছেন মায়াবতী-অখিলেশ। তিনটি আসনে প্রার্থী দেবে অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোক দল। 

লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৩৭টি আসনে লড়াই করবে সমাজবাদী পার্টি। বসপা প্রার্থী দেবে ৩৮টি আসনে। 

ছেলের এহেন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মুলায়ম সিং যাদব। তাঁর প্রশ্ন, উত্তরপ্রদেশে সপা শক্তিশালী। অথচ অর্ধেক আসনে লড়াই করছে তারা। কীসের ভিত্তিতে মায়াবতীকে অর্ধেক আসন ছাড়া হল? অতীতের স্মৃতিচারণা করে ছেলেকে মনে করিয়ে দিয়েছেন, শক্তিশালী দল গড়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী, এমনকি দেশের প্রতিরক্ষামন্ত্রীর কুর্সিতেও বসেছিলেন।

ষোড়শ লোকসভা অধিবেশনের শেষদিনে মোদীর প্রশংসা করেছিলেন মুলায়ম সিং যাদব। বলেছিলেন,''প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীই আবার প্রত্যাবর্তন করবেন''। নিজের দলে কোণঠাসা মুলায়মের মতে, নির্বাচনে বিজেপির প্রস্তুতি অত্যন্ত ভাল। সপার চেয়ে এগিয়ে রয়েছে তারা।

আরও পড়ুন- সিন্ধু চুক্তি মেনে পাকিস্তানকে পাঠানো জলে হেরফের হচ্ছে না, কেন্দ্রীয় সিদ্ধান্তের হকিকত জেনে নিন

কংগ্রেসকে ছাড়াই উত্তরপ্রদেশে সপা-বসপা জোট খানিকটা হলে রাহুল গান্ধীর অস্বস্তি বাড়িয়েছে। তবে কংগ্রেস নেতৃত্বের আশা, ভোটের আগে বদল হতে পারে। মায়াবতী ও অখিলেশের সঙ্গে এনিয়ে কংগ্রেস নেতাদের কথা হয়েছে বলেও খবর। সপা-বসপা জোট হলে বিজেপির আসন সংখ্যা কমতে পারে বলে আভাস দিয়েছে জনমত সমীক্ষাগুলি। সে সব উড়িয়ে ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানিয়ে দিয়েছেন, বুয়া-ভতিজার জোটকে পর্যুদস্ত করতে সক্ষম বিজেপি।   

.