জাতীয় সংগীতে উঠে না দাঁড়ানোর ভিডিও ভুয়ো, জানাল কাশ্মীর বিশ্ববিদ্যালয়
ভুয়ো ভিডিও বলে বিবৃতি দিয়ে জানাল কাশ্মীর বিশ্ববিদ্যালয়।
নিজস্ব প্রতিবেদন: জাতীয় সংগীত বাজার সময়ে উঠে না দাঁড়ানোর অভিযোগ উঠেছে কাশ্মীরের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাংশের বিরুদ্ধে। এনিয়ে বিতর্কে মুখে বিবৃতি দিয়ে অভিযোগ অস্বীকার করল কাশ্মীর বিশ্ববিদ্যালয়। তারা জানাল, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজার সময় পড়ুয়াদের বসে থাকতে দেখা গিয়েছে যে ভিডিওটিতে, তা আসলে ভুয়ো।
বিবৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে,''জাতীয় সংগীতের সময় উঠে দাঁড়াননি পড়ুয়ারা, এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা ভুয়ো ভিডিও। কলেজের অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজার সময় সকলেই উঠে দাঁড়িয়েছেন।''
এদিন সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। তাতে দেখা যায়, ৪ জুলাই কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজছে, অথচ কয়েকজন পড়ুয়া বসেছিলেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই বিতর্কের মুখে পড়ে কাশ্মীর বিশ্ববিদ্যালয়।
#CORRECTION: Some students of Central University of Kashmir stay seated during the Indian national anthem at convocation ceremony (4.07.18) https://t.co/6AFUwZKuE3
— ANI (@ANI) July 5, 2018
আরও পড়ুন- গোবিন্দার পর এবার হৃতিকের কঠিন নাচে ডান্সিং আঙ্কল, ভাইরাল ভিডিও