সুষমার ললিত অবস্থানে কোমর বেঁধে নামল বিরোধীরা, প্রধানমন্ত্রীকে নিশানায় রেখে চলছে আন্দোলন
সুষমা স্বরাজ ইস্যুতে এবার প্রধানমন্ত্রীকে নিশানা করল বিরোধীরা। তাঁদের প্রশ্ন, ললিত মোদীকে ভিসা দিতে সুষমা স্বরাজের তদ্বিরের ঘটনা কি মোদী সত্যিই জানতেন না? প্রধানমন্ত্রী এখনও নীরব কেন?
ওয়েব ডেস্ক: সুষমা স্বরাজ ইস্যুতে এবার প্রধানমন্ত্রীকে নিশানা করল বিরোধীরা। তাঁদের প্রশ্ন, ললিত মোদীকে ভিসা দিতে সুষমা স্বরাজের তদ্বিরের ঘটনা কি মোদী সত্যিই জানতেন না? প্রধানমন্ত্রী এখনও নীরব কেন?
দিল্লি তোলপাড়। পদত্যাগের দাবিতে সুষমা স্বরাজের বাড়ির সামনেই আছড়ে পড়ল বিক্ষোভ। ফেরার ললিত মোদীর ফাঁসে এবার বিপাকে নরেন্দ্র মোদী।
সুষমা স্বরাজ ইস্যুতে এবার বিরোধীদের নিশানায় খোদ প্রধানমন্ত্রী। সাতশো কোটি টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত হয়ে ফেরার ললিত মোদীর ভিসার জন্য কেন তদ্বির করলেন বিদেশমন্ত্রী? জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে , দাবি বিরোধীদের। ঘটনার নেপথ্যে প্রধানমন্ত্রীর সচিবালয়ের যোগসাজশও প্রশ্নের মুখে। বিক্ষোভে সুষমা ও বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়াল কংগ্রেস।
তামাম অস্বস্তি উড়িয়ে বিজেপি নেতৃত্ব অবশ্য সুষমার পাশেই দাঁড়িয়েছেন। বিরোধী বেঞ্চের সমাজবাদী পার্টির সমর্থনও অপ্রত্যাশিত ভাবেই পেয়েছে বিজেপি।
কিন্তু চিঁড়ে তবুও ভিজছে না। সুষমা স্বরাজ ইস্যুতে বিজেপি ও মোদীকে ধরাশায়ী করতে কোমরবেঁধে নামছে বিরোধীরা। কী জবাব দেবেন মোদী, নজর এখন সেদিকেই।