বাংলার শিল্পের চাই অক্সিজেন, নির্মলা সীতারামন

দার্জিলিং চা-য়ের বিপণনকে আরও উজ্জ্বল করে তুলতে হবে।

Updated By: Apr 20, 2021, 07:02 PM IST
বাংলার শিল্পের চাই অক্সিজেন, নির্মলা সীতারামন

নিজস্ব প্রতিবেদন: এবার নির্মলা সীতারামন। তিনিও এবার বাংলা নিয়ে তাঁর মনোভাব প্রকাশ করলেন। বললেন, বাংলায় শিল্পের নতুন দিগন্ত স্রেফ অপেক্ষায়। বিজেপি তো আসছেই বাংলায়, ফলে শিল্পের সেই পুনরুজ্জীবনের দায়িত্ব নেবে বিজেপি।

মঙ্গলবার Union finance and corporate affairs minister, Nirmala Sitharaman বলেন, এখন ভোট-মরসুম। এখন আমি বাংলা নিয়ে কিছু বললে সেটার ভুল ব্যাখ্যা হতে পারে। কিন্তু আমাকে এ কথা বলতেই হবে যে, একটা সময়  বাংলাই সব কিছুতে এগিয়ে ছিল। অথচ এখন সবই গিয়েছে। নষ্ট হয়ে গিয়েছে এখানকার শিল্প (INDUSTRY)। অথচ, বাংলার শিল্পের এখনও বহু অগ্রগতির অবকাশ আছে। বাংলার শিল্পের এখন অক্সিজেন চাই। শিল্পের চাই সরকারি সহায়তা। সমস্ত শিল্পকেই একত্রিত করে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সেক্ষেত্রে এই রাজ্যের নিজস্বতার বিষয়টিও মাথায় রাখতে হবে। এখানকার যে বিশিষ্ট প্রোডাক্ট, যেমন দার্জিলিং চা, তা-ও ধুঁকছে। এখানেও সরকারি সহযোগিতা জরুরি। একটা সময় সব কিছুতেই বাংলা এগিয়ে ছিল। আমরা আবার সেটাই ফিরিয়ে আনতে চাই।

আরও পড়ুন: '১৮-র ঊর্ধ্বে টিকায় দেরি, পরিস্থিতি বুঝে গা বাঁচানোর চেষ্টা', Modi-কে কড়া চিঠি Mamata-র

নির্মলা (Nirmala Sitharaman) আরও জানান, ২০২০-র অর্থনীতি পুরোপুরি কোভিডময় হয়েছে। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের উত্থান সত্ত্বেও ২০২১ কখনোই পুরোপুরি কোভিড-আক্রান্ত হবে না। তিনি বলেন, উজ্জীবন শুরু হয়ে গিয়েছে। 

নির্মলা আত্মবিশ্বাসের সুরে জানান, বিজেপি'ই (BJP) বাংলায় সরকার গড়তে চলেছে। এবার সেখানে আমরা কী করব, তা সঙ্কল্পপত্রে উল্লেখ আছে। এই সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। সেই সরকারকে বিশ্বাস করুন এবং তার উপর আস্থা জ্ঞাপন করুন।

আরও পড়ুন: দেশ জুড়ে ব্যাপক আকারে Lockdown এবার আর নয়

.