সদ্য জাতদের বাসযোগ্য নয় কি আর এ দেশ? বিশ্বে সদ্যজাতের মৃত্যুর নিরিখে প্রথম ভারত

এদেশ কি নবজাতকদের বাস যোগ্য নয় আর? প্রতি বছর সাত লক্ষেরও বেশি সদ্যজাত শিশু এদেশে মারা যায়। সারা পৃথিবীতে যে সংখ্যাটা সর্বোচ্চ।

Updated By: May 20, 2014, 06:30 PM IST

এদেশ কি নবজাতকদের বাস যোগ্য নয় আর? প্রতি বছর সাত লক্ষেরও বেশি সদ্যজাত শিশু এদেশে মারা যায়। সারা পৃথিবীতে যে সংখ্যাটা সর্বোচ্চ।

প্রত্যেক বছর ৫৫ লক্ষ শিশু জন্মের কয়েক মুহূর্তের মধ্যেই মারা যায়। তাদের জন্ম নথিবদ্ধ হওয়ার সুযোগ টুকুও পায় না। প্রতি তিনজন সদ্য জাতের মধ্যে একজনের তাদের প্রথম জন্মদিন আসার মধ্যে কোনও বার্থ সার্টিফিকেট থাকে না। লন্ডন স্কুল অফ হাইজিন ও ট্রপিকাল মেডিসিনের নতুন সমীক্ষায় উঠে এসেছে মর্মান্তিক এই তথ্য।

সারা বিশ্বে মোট সদ্যজাত শিশুর মৃত্যুর অর্ধেকই হয় মাত্র পাঁচটি দেশে। ভারত (৭৭৯০০০), নাইজেরিয়া (২৭৬০০০), পাকিস্তান (২০২৪০০), চিন (১৫৭০০০) ও কঙ্গোতে (১১৮০০০)সদ্যজাত মৃত্যুর হার সর্বাধিক।

মধ্য আফ্রিকার যুদ্ধ বিধ্বস্ত দেশ গুলিতে প্রতি ১০০০ টি সদ্যজাত শিশুদের মধ্যে ৪০ জনই জন্মের সঙ্গে সঙ্গেই মারা যায়।

বছরে ২৬ লক্ষ মৃত শিশুর প্রসব হয়। জন্মের সঙ্গে সঙ্গেই মারা যায় ২৯ লক্ষ।

.