ভারতের মুসলিমরা রামের বংশধর, ওয়াইসিকে পাল্টা গিরিরাজের
অযোধ্যায় তৈরি হবে বাবরি মসজিদই, ওয়াইসির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া গিরিরাজ সিংয়ের।
নিজস্ব প্রতিবেদন: বাবরি মসজিদ নিয়ে আসাউদ্দিন ওয়াইসির মন্তব্যের বিরোধিতা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁর মন্তব্য, ভারতীয় মুসলমানরা বিদেশি নন। তাঁরা রামের বংশধর।
ওয়াইসির মন্তব্য করেছিলেন, সুপ্রিম কোর্টের রায় তাঁদের পক্ষেই যাবে। অযোধ্যায় তৈরি হবে বাবরি মসজিদই। সেই মন্তব্যের প্রেক্ষিতে গিরিরাজ সিং পাল্টা বলেন, ''ওঁরা তো মক্কা-মদিনায় যান। আমরা কোথায় যাব? পাকিস্তানে রাম মন্দির বানাবো? ওয়াইসির মতো লোকেদের শরীরে জিন্নার আত্মা প্রবেশ করেছে। দেশকে টুকরো করতে চাইছেন তিনি।''
Wo to Makka Madina jaayenge, hum kahan jaayenge? Kya Pakistan me Ram Mandir banega? Owaisi jaise log, jinke dil me Jinnah ka jinn pravesh kar gaya hai, desh ko todna chahte hain: Giriraj Singh pic.twitter.com/klADDIcPDC
— ANI (@ANI) February 25, 2018
তিনি আরও বলেন,''ভারতের মুসলমানরা বাবরের বংশধর নন। তাঁরা রামের বংশধর। আমাদের আত্মীয় তাঁরা। পুজাপদ্ধতি আলাদা হতে পারে।''
Bharat ke andar koi Musalman Babur ka vansaj nahi hai, koi Musalman videshi nahi hai. Hindustan ka Musalman Ram ka vansaj hai, hamare purvaj ek hain, Pooja padhti alag ho sakti hai: Giriraj Singh pic.twitter.com/AlVWRHuPUt
— ANI (@ANI) February 25, 2018