নাসার বিজ্ঞানী-ওবামা ঘনিষ্ঠ বলে দাবি করে জালিয়াতি, এক বছরের মধ্যেই পর্দাফাঁস করলেন স্ত্রী
১৯ সেপ্টেম্বর মেরঠে অতুলের বিরুদ্ধে খুনের চেষ্টা, জালিয়াতি-সহ একাধিক অভিযোগ এনেছেন জ্ঞানেশ্বরী। তিনি জানিয়েছেন, অতুল বলে বেড়াত সে বারাক ওবামার পরিচিত
নিজস্ব প্রতিবেদন: শেষরক্ষা হল না। আইআইটি ও এমআইটির ছাত্র বলে এতদিন দাবি করতেন নিজেকে। শুধু তাই নয়, বিয়ে করেছিলেন নিজেকে নাসা-র বিজ্ঞানী বলে দাবি করে। সেই স্ত্রীই ফাঁস করে দিলেন অতুল শর্মা নামে লখনউয়ের এক ব্যক্তির কীর্তি। লখনউয়ের হজরতগঞ্জ থেকে অতুলকে গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন-নাছোড় বৃষ্টি থেকে মিলবে রেহাই, তৃতীয়ায় সুখবর হাওয়া অফিসের
পুলিস সূত্রে সংবাদমাধ্যমের খবর, নিজেকে খড়গপুর আইআইটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির ছাত্র বলে দাবি করতেন অতুল। এছাড়াও তিনি নাকি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও বিদেশ বিভাগের বিশেষজ্ঞ। নিজেকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞও বলতেন তিনি। ২০০৭ সাল থেকে এভাবেই বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে ঠকিয়ে যাচ্ছিলেন অতুল। শেষপর্যন্ত সবকিছু ধরে ফেলেন অতুলের স্ত্রী জ্ঞানেশ্বরী শর্মা।
গত ১৯ সেপ্টেম্বর মেরঠে অতুলের বিরুদ্ধে খুনের চেষ্টা, জালিয়াতি-সহ একাধিক অভিযোগ এনেছেন জ্ঞানেশ্বরী। তিনি জানিয়েছেন, অতুল বলে বেড়াত সে বারাক ওবামার পরিচিত। ২০১০ সালে বিয়ের সময়ে পণ হিসেবে বিপুল টাকা বাবার কাছ থেকে আদায় করে। বিয়ের ১ বছর পরই বুঝতে পারি ও আসলে একটা জালিয়াত। ২০০৭ সাল থেকে মানুষকে ঠকিয়ে আসছে।
আরও পড়ুন-মাঝরাতে 'জয় শ্রী রাম' স্লোগান তুলে হোটেলে চড়াও বিজেপি কর্মীরা! অতিথিদের হেনস্থার অভিযোগ
হজরতগঞ্জ পুলিসের তরফে সংবাদমাধ্যমে জানানো হয়েছে, মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে বহু লোককে ঠকিয়েছে অতুল। ওর বাড়ি থেকে অতুলকে গ্রেফতার করা হয়। কিন্তু ডিগ্রির কাগজপত্র দেখাতে বললে ও বলে, সবকিছু পড়ে রয়েছে তার ওয়াশিংটনের বাড়িতে।