Mahakumbh: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড মহাকুম্ভে! ছাই একের পর এক তাঁবু, ক্ষতিগ্রস্ত একাধিক পুণ্যার্থীদের...

Maha Kumbh Fire: বিগত ৩০ দিনে এই নিয়ে ৫ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মহাকুম্ভে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তাঁবুতে সেই সময় পুণ্যার্থীরা ছিলেন না। তবে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।  

Updated By: Feb 17, 2025, 06:18 PM IST
Mahakumbh: ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড মহাকুম্ভে! ছাই একের পর এক তাঁবু, ক্ষতিগ্রস্ত একাধিক পুণ্যার্থীদের...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিপদ যেন থামছেই না। একের পর এক ঘটনা ঘটছে মহাকুম্ভে। ফের একবার আগুন প্রয়াগরাজের মহাকুম্ভের তাঁবুতে। সূত্রের খবর,শনিবার প্রয়াগরাজে কুম্ভমেলা প্রাঙ্গণের সেক্টর ১৮ এবং ১৯-এর মধ্যবর্তী এলাকায় আগুন লাগে। ঘটনায় পুড়ে যায় বেশ কয়েকটি তাঁবু। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল। শুরু হয় আগুন নেভানোর কাজ। 

আরও পড়ুন, Kumbh Mela 2027: প্রয়াগরাজে না যেতে পেরে দুঃখ করবেন না, তৈরি হন পরের কুম্ভের জন্য! জেনে নিন পরবর্তী আয়োজনের জরুরি খবর...

মহাকুম্ভ শুরু হওয়ার পর থেকেই আগুন লাগা, পদপিষ্টের মতো ঘটনা ঘটেই চলেছে সেখানে। ২৯ জানুয়ারি, মৌনী অমাবস্যার দিন মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু হয়। এই নিয়ে পঞ্চমবার আগুন লাগার ঘটনা ঘটল প্রয়াগরাজের কুম্ভমেলায়। গত সপ্তাহে এই সেক্টর ১৮ তেই আগুন লেগে পুড়ে গিয়েছিল বেশ কয়েকটি তাবু। তাঁর আগে ২৫ জানুয়ারি আগুন লেগে গিয়েছিল সেক্টর ২ দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে। এখানেই শেষ নয়, গত ১৯ জানুয়ারিতেও সেক্টর ১৯-এ গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিন খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আপাতত এ ঘটনায় হতাহতের কোনও তথ্য নেই। এছাড়া আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। হতাহত এড়ানো গেলেও বহু পুণ্যার্থী ও সাধুসন্তদের প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এক সাধু জানান, তাঁবুতে তিন ব্যাগ টাকা রাখা ছিল। তাঁর মধ্যে দুটি পুড়ে ছাই হয়ে যায়। 

আরও পড়ুন, Delhi Stampede: ঘুমন্ত একরত্তি সন্তান কোলেই নিউ দিল্লি স্টেশনের ভিড় সামলাচ্ছেন 'অফিসার' মা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.