দেশের কৃষক-সেনা বিশেষ মর্যাদা পাওয়ার যোগ্য, Republic Day-র প্রাক্কালে আহ্বান রাষ্ট্রপতির

দিল্লিতে প্রবল কৃষক আন্দোলনের আবহে রাষ্ট্রপতি বলেন, 'দেশের প্রতিটি নাগরিকের উচিত আমাদের দেশের কৃষকদের স্যালুট করা

Updated By: Jan 25, 2021, 08:50 PM IST
দেশের কৃষক-সেনা বিশেষ মর্যাদা পাওয়ার যোগ্য, Republic Day-র প্রাক্কালে আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদন: নয়া কৃষি আইন নিয়ে উত্তাল পঞ্জাব, হরিয়ানা। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসের দিন কৃষি আইনের প্রতিবাদে রাজধানীতে ট্রাক্টর মিছিল করছে কৃষকরা। তার একদিন আগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্য তাঁর ভাষণ কৃষকদের গুরুত্ব দেওয়ার কথা বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 

সোমবার তাঁর ভাষণে রাষ্ট্রপতি(Ram Nath Kovind) বলেন, 'দেশের কৃষক, সেনা ও বিজ্ঞানীদের আরও গুরুত্ব দিতে হবে। যেকোনও দেশ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এঁদের শুভেচ্ছা জানায়।'

আরও পড়ুন-গঙ্গায় আস্ত এক লাইব্রেরি! লঞ্চে বসে খুদেকে নিয়ে ওল্টান বইয়ের পাতা 

রাষ্ট্রপতি আরও বলেন, 'আমাদের দেশের চিকিত্সক, বিজ্ঞানীরা করোনার মতো ভাইরাস দমন করতে বিরাট ভূমিকা পালন করেছেন। এদের জন্যই অন্যান্য উন্নত দেশের তুলনায় আমাদের দেশে করোনায় মৃতের সংখ্যা অনেক কম।'

দিল্লিতে প্রবল কৃষক আন্দোলনের(Farmers Protest) আবহে রাষ্ট্রপতি বলেন, 'দেশের প্রতিটি নাগরিকের উচিত আমাদের দেশের কৃষকদের স্যালুট করা। এদের জন্যই আমাদের দেশের এত মানুষ খাদ্যের ব্যাপারে স্বনির্ভর হয়েছে। বিভিন্ন প্রকৃতিক বিপর্যয়ের মধ্যেও এঁরা আমাদের কৃষি পণ্য সরবারহ করে চলেছে। অন্যদিকে, সিয়াচেন, গালওয়ানের মতো জায়গায় হিমাঙ্কের নীচের তাপমাত্রায় কিংবা জয়সলমিরের কড়া তাপে দাঁডিয়েও আমাদের জওয়ানরা দেশরক্ষা করে চলেছেন। যে কোনও সময়ে আমাদের সেনা তাদের সাহসিকতার পরিচয় দিয়ে চলেছেন।'

আরও পড়ুন-সমঝোতার হাত বাড়াল CPM, Left-Congress-র সঙ্গে 'সেক্যুলার' আব্বাস সিদ্দিকি?

দেশবাসীকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দুনিয়ার সবচেয়ে বড় গণতন্ত্রের ৭২তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভকামনা জানাচ্ছি। সংবিধানের কথা মাথায় রেখে আমাদের ন্যায়, স্বাধীনতা, সমতা ও ভাতৃত্বের উপরে জোর দিতে হবে।

.