তিরুবনন্তপুরম-দুবাই বিমানে আগুন, সুরক্ষিত ২৭৫ জন যাত্রী
অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির জন্য আগুন ধরে গেল তিরুবনন্তপুরম-দুবাই বিমানে। তবে, বিমানটিতে আগুন ধরে গেলেও, তড়িঘড়ি তা বিমানবন্দরে নামিয়ে দেওয়ার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিমানে থাকা ২৭৫ জন যাত্রীকে নিরাপদেই বের করে আনা হয়েছে বলে জানা গেছে।
ওয়েব ডেস্ক : অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির জন্য আগুন ধরে গেল তিরুবনন্তপুরম-দুবাই বিমানে। তবে, বিমানটিতে আগুন ধরে গেলেও, তড়িঘড়ি তা বিমানবন্দরে নামিয়ে দেওয়ার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিমানে থাকা ২৭৫ জন যাত্রীকে নিরাপদেই বের করে আনা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন- হাওয়ার বেগে ১২ ঘণ্টায় দিল্লি থেকে মুম্বই ছুটল ট্যালগো (দুর্দান্ত ভিডিও)
ঘটনা সূত্রে জানা গেছে, আজ সকালে এমিরেটাস বিমান সংস্থার ওই বিমানটি তিরুবনন্তপুরম থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। দুবাইয়ে ঢোকার মুখেই মাঝ আকাশে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি বুঝতে পারেন পাইলট। এরপরই সেটি জরুরি অবতরণ করার তিনি। তবে, শেষ রক্ষা করা যায়নি। বিমান বন্দরে বিমানটি নামা মাত্রই আগুন ধরে যায়। এদিকে, মুহূর্তের মধ্যে ২৭৫ জন যাত্রীকেই নামিয়ে আনা হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
VIDEO: #Dubai Flt #EK521 - explosion over right wing shortly after coming to stand still (likely starboard engine) pic.twitter.com/anOzCIRBgu
— Mikey Kay (@MikeyKayNYC) August 3, 2016