Delhi Horror: ভয়ংকর! বাসে খাবার পড়ে যাওয়ায় যুবককে বেধড়ক মার, গোপনাঙ্গে লোহার রড...
Bawana Case: বাসের ভিতর শুধু খাবার পড়ে গিয়েছিল। এই সামান্য ভুলের জন্য চরম খেসারত দিতে হল যুবককে। বাসের মধ্যেই বেধড়ক মার, গোপনাঙ্গে রড ঢুকিয়ে মেরে ফেলা হল।
![Delhi Horror: ভয়ংকর! বাসে খাবার পড়ে যাওয়ায় যুবককে বেধড়ক মার, গোপনাঙ্গে লোহার রড... Delhi Horror: ভয়ংকর! বাসে খাবার পড়ে যাওয়ায় যুবককে বেধড়ক মার, গোপনাঙ্গে লোহার রড...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/10/520485-delhi-bus.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাসে হাত থেকে খাবার ছিটকে পড়ে গিয়েছিল। এটুকুই ছিল শুধু তাঁর অপরাধ। সেই ভুলের খেসারত যে তাঁকে এইভাবে দিতে হবে, তিনি সেটা কোনওদিন স্বপ্নেও ভাবেননি। খাবার ছিটকে পড়া যাওয়ার কারণে ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, ব্যক্তির গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়। এরকম নির্মম অত্যাচারের পর বাসেই তাঁর মৃত্যু হয়। ৭ ফেব্রুয়ারি দিল্লি পুলিস তাঁর মৃতদেহ বাওয়ানার কাছে ডিটিসি ডিপোর পিছনে একটি পুকুরের কাছ থেকে উদ্ধার করে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রিপোর্টে জানা যায়, তাঁর উপর নির্মম নির্যাতন করা হয়েছে। তদন্তে মৃত ব্যক্তির নাম মনোজ বলে জানা গিয়েছে।
তদন্তে জানা যায়, মৃতদেহ যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিস। ফুটেজে সন্দেহজনকভাবে একটি আরটিভি বাস ওই এলাকায় দেখা যায়। পরবর্তী তদন্তে বাস এবং তার চালককে শনাক্ত করা সম্ভব হয়েছে, যাকে পরে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন:Human Delivery: মানুষ আর মুদি দোকানের মালের মধ্যে কোনও তফাত নেই! চাইলেই ১০ মিনিটে দুয়ারে ডেলিভারি...
পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ৬ ফেব্রুয়ারি। মদ্যপ অবস্থায় মনোজ হাতে খাবার নিয়ে বাসে ওঠে। বাসটি চলতে চলতে দুর্ঘটনাক্রমে খাবার বাসের মধ্যে ছিটকে পড়ে যায়। তাতে চালক-সহ তার বন্ধুরা ক্ষেপে যায়। এবং মনোজকে তাঁর জামা খুলিয়ে পড়ে যাওয়া খাবার পরিষ্কার করার জন্য বাধ্য করে। যখন মনোজ সেই কাজ করতে নাকচ করে দেয়, তখন অভিযুক্তরা তাঁকে বেধড়ক মারধর করে।
নিমর্ম অত্যাচারের পর মনোজের মৃতদেহ ডিটিসি ডিপোর পিছনের পুকুরের কাছে ফেলে দেয়। এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিস ইতিমধ্যে এই মামলায় একজনকে গ্রেফতার করেছে। আরও দুইজন অভিযুক্ত এখনও পলাতক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)